প্রতীক্ষার অবসান! আজই প্রকাশিত হবে ICSE-র দশমের ফল, রেজাল্ট দেখবেন কীভাবে?

ফাইল ছবি

প্রতীক্ষার অবসান। আর মাত্র কয়েকঘণ্টারর অপেক্ষার পর আজ অর্থাৎ ১৭ জুলাই প্রকাশিত হতে চলেছে সিআইএসসিই ICSE-র দশম শ্রেণির ফল। বিকেল ৫ টায় বের হবে ফলাফল। সিআইএসসিই-র (CISCE) অফিসিয়াল ওয়েবসাইট cisce.org তে পড়ুয়ারা তাদের রেজাল্ট দেখতে পাবেন। শিক্ষার্থীরা তাদের রোল নম্বরের সাহায্যে তাদের স্কোরকার্ড পরীক্ষা করতে এবং ডাউনলোড করতে পারবে।

আরও পড়ুন: ফুঁসছে গোদাবরী, বন্যা কবলিত অন্ধ্র-ওড়িশার বিস্তীর্ণ এলাকা

একনজরে দেখে নিন মার্কশিট কীভাবে ডাউনলোড করা যাবে-

১)প্রথমে CISCE এর অফিশিয়াল ওয়েবসাইট- www.cisce.org এ যেতে হবে।

২)তারপর, ICSE Class 10 Result 2022 এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।

৩)যাবতীয় তথ্য দিয়ে ‘সাবমিট’ এ ক্লিক করলেই স্ক্রিনে দেখানো হবে ফলাফল (মার্কশিট)।

৪)সেটিকে ডাউনলোড করে তার প্রিন্ট আউট নিতে হবে।


 


Previous articleফুঁসছে গোদাবরী, বন্যা কবলিত অন্ধ্র-ওড়িশার বিস্তীর্ণ এলাকা
Next articleবোমাবাজি ঘিরে উত্তপ্ত মালদহ