Monday, November 10, 2025

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী: মহানগরের জনবহুল এলাকায় সচেতনতা প্রচার কলকাতা পুলিশের

Date:

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই সচেতন প্রশাসন। রবিবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় সচেতনতার প্রচার চালাল পুলিশ (Police)। নিউমার্কেট, শ্যামবাজার, গড়িয়াহাট-সহ মহানগরের ব্যস্ত জায়গাগুলিতে কলকাতা (Kolakata) পুলিশের তরফ থেকে মাইকিং করে করোনা (Corona) বিধি মেনে চলার আবেদন জানানো হয়। একই সঙ্গে যাঁরা মাস্ক (Mask) পরেননি, তাঁদের মধ্যে মাস্ক বিলি করা হয়েছে। পুলিশ কর্মী থেকে আধিকারিকরা- নিজেরা উদ্যোগ নিয়ে সেই মাস্ক পরিয়ে দিয়েছেন পথচারীদের। বিশেষ করে ঘিঞ্জি বাজার এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার জন্য প্রচার চালানো হয়েছে।

ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার কথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। পরিস্থিতি মোকাবিলায় শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

আরও পড়ুন- এবার মাড়োয়ারি সমাজের ক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি

এর পাশাপাশি, বাজার বা জনবহুল এলাকায় যাতে করোনা বিধি মেনে চলা হয়, তার উপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। এই নির্দেশের পরেই আরও সতর্ক হয়েছে পুলিশ-প্রশাসন।

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version