Saturday, November 15, 2025

আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। গরমের পারদ খানিকটা নামলেও অধিবেশনে একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। বাদল অধিবেশনে ২৯টি বিল পেশ হতে চলেছে, তার মধ্যে ২৪টি নতুন বিল।অন্যদিকে গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইনশৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কোণঠাসা করতে প্রস্তুত বিরোধী শিবিরও।

আরও পড়ুন:বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক, দিল্লিতেই রাষ্ট্রপতি ভোট দিচ্ছেন শান্তিকুঞ্জের বাপ-ব্যাটা

সংসদে বিরোধীরা যাতে কেন্দ্রকে কোণঠাসা করতে সরব না হতে পারে, তার জন্য জারি হয়েছে একগুচ্ছ ফরমান। শব্দ ব্যবহারের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকি সংসদ চত্বরে ধর্ণা, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে আজ সকাল ১০টায় শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এই প্রেক্ষাপটে বাদল অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আজাদি কি অমৃত মহোৎসব চলছে। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সংকল্প নেওয়ার সময়। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়। এরই মধ্যে চলছে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদ নির্বাচন। এই বাদল অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতির মার্গদর্শন পাব।’ সেইসঙ্গে তিনি এও বলেন,  ‘সংসদে বিশ্লেষণ, আলোচনা, তর্ক বিতর্ক হোক, বিশ্লেষণ হোক।  সেই আলোচনা ফলপ্রসূ হোক। এর ফলে ভবিষ্যতের নীতি নির্ধারণ করতে সুবিধা হবে। তাই সকল সদস্যদের কাছে এটাই আবেদন করব উত্তম চর্চা করুন, সংসদকে আরও সমৃদ্ধ করে তুলুন।’



Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version