Sunday, May 4, 2025

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার একজন বিধায়কের ভোটের মূল্য ১৫১, কীভাবে নির্ধারিত হয় জানেন?

Date:

আজ, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election)। সংসদ ভবন ও বিভিন্ন রাজ্যের বিধানসভাতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রায় ৪,৮০০ জন নির্বাচিত সাংসদ এবং বিধায়ক এদিন দেশের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য ভোট দেবেন। লড়াই NDA সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিরোধীদের যশবন্ত সিনহার। সংখ্যা ও অঙ্কের বিচারে NDA প্রার্থী এগিয়ে থাকলেও আগামী একুশে জুলাই ঠিক হয়ে যাবে আগামী ৫ বছরের জন্যই রাইসিনার মসনদে কে বসতে চলেছেন। পরবর্তী রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।

যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election) সরাসরি দেশের সাধারণ নাগরিকদের ভোটে হয় না, তাই ইলেক্টরাল কলেজে তার অঙ্কও বেশ কিছুটা জটিল। এখানে শুধুমাত্র সাংসদ ও বিধায়কদের ভোটে নির্ধারিত হয় রাষ্ট্রপতি পদপ্রার্থীদের ভাগ্য। তাঁরাই সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে গোপন ব্যালটে দেশের পয়লা নম্বর নাগরিক নির্বাচিত করেন। সেক্ষেত্রে দলের কোনও হুইপ থাকে না। ফলে অনেক ক্ষেত্রেই ক্রস ভোট দেখা যায়।

আরও পড়ুন: বিজেপির কাছে মেরুদণ্ড বন্ধক, দিল্লিতেই রাষ্ট্রপতি ভোট দিচ্ছেন শান্তিকুঞ্জের বাপ-ব্যাটা

বিধায়কদের ভোটের মূল্য রাজ্যের ভিত্তিতে পরিবর্তিত হয়। যেমন এই নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতি বিধায়কের ভোটের মূল্য ১৫১। আবার প্রতিটি বিধায়কের ভোটের মূল্য উত্তরপ্রদেশে ২০৮, ঝাড়খণ্ড এবং তামিলনাড়ুতে ১৭৬। অন্যদিকে মহারাষ্ট্রে তা ১৭৫। সিকিমে, বিধায়ক প্রতি ভোটের মূল্য ৭, নাগাল্যান্ডে ৯ এবং মিজোরামে ৮।

কিন্তু কীভাবে নির্ধারিত হয় বিধায়কদের এই ভোটের মূল্য? কোনও রাজ্যের একজন বিধায়কের ভোটের মূল্য যে পদ্ধতিতে নির্ধারিত হয়, সেখানে ১৯৭১ সালে সংশ্লিষ্ট রাজ্যটির জনসংখ্যাকে ১০০০ দিয়ে ভাগ করা হয়। এরপরে সেই ভাগফলকে রাজ্যের বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ফের ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটাই একজন বিধায়কের ভোটের মূল্য।

সেই হিসেবে পশ্চিমবঙ্গে ১৯৭১ সালে জনসংখ্যা ছিল ৪,৪,১২,০১১। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধায়কসংখ্যা ২৯৪। সুতরনাগ ১৯৭১ সালের জনসংখ্যাকে বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ভাগ করলে বাগফল হয় ৪,৪৩,১২.০১১। এবার এই ভাগফলকে বর্তমান বিধায়কসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ১৫০.৭। সুতরাং পশ্চিমবঙ্গের একজন বিধায়কের ভোটের মূল্য ১৫১।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version