Saturday, May 3, 2025

বরিস যাই বলুক না কেন, কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ফের জয় ঋষি সুনকের৷ বৃহস্পতিবারের পর সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগীতায় আরও এক প্রতিযোগীকে হারিয়ে জিতে গেলেন ঋষিই। আর এইভাবেই তৃতীয় রাউন্ডের শেষে বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে আরও এক পা এগিয়ে গেলেন এই ভারতীয় বংশোদ্ভূত৷ সব ঠিক থাকলে এই দৌড়ে ব্রিটেনের প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর আসনে বসবেন।

আরও পড়ুন:মোদি-শাহের উপস্থিতিতে মনোনয়ন পেশ NDA উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনকড়ের

কনজারভেটিভ পার্টির নেতা ছিলেন বরিস জনসন৷ তাঁর পদত্যাগের পর ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকজন টোরি নেতার নাম আলোচনায় উঠে আসে৷  এই দৌড়ে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক-সহ মোট আট জন৷ চার জন ব্রিটিশ বংশোদ্ভূত, দু’জন ভারতীয় বংশোদ্ভূত, এক জন নাইজেরীয় এবং এক জন কুর্দ বংশোদ্ভূত৷ তাদের মধ্যে চারজন ইতিমধ্যেই বাদও পড়েছেন।নড়াইয়ে টিকে আছেন এখনও চারজন।

সোমবার ছিল কনজারভেটিভ আইন প্রণেতাদের ভোটের পালা। এই নিয়ে মোট তিন দফা নির্বাচন হল। সোমবার ৩৫৮টি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোটে পড়ে অক্সফোর্ড গ্র্যাজুয়েট ঋষি সুনকের পক্ষে। ১১৫টি ভোট পান তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনি মরড্যন্ট পেয়েছেন ৮২টি ভোট।। পরবর্তী ধাপে কনজারভেটিভ পার্টির ২০ হাজার সদস্যের ভোটগ্রহণের প আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।



Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version