ফের পড়ল টাকার দাম। সোমবারের পর মঙ্গলবার সকালেই যা পরিস্থিতি তাতে মাথা ঘুরে যাওয়ার জোগাড় আমজনতার। ইতিহাসের নিরিখে প্রথমবার ১ ডলারের টাকার দাম পেরিয়ে গেল ৮০-এর গণ্ডি। এই নিয়ে টানা চারদিন পড়ল টাকার দাম। যদিও দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সোমবার ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এদিন ইন্ট্রা-ডে ট্রেডে মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ছিল ৭৯.৯৮। শেষ পর্যন্ত ডলার প্রতি ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৯.৯৭ টাকা। মঙ্গলবার সকালে টাকার দাম ডলার প্রতি ৮০.০১ এ দাঁড়াল। যা কিনা ভারতের ইতিহাসে প্রথম। এর আগে টাকার মূল্যের এত পতন দেশবাসী কখনও দেখেনি।
সোমবার সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো কারণগুলিকেই টাকার দাম পড়ে যাওয়ার জন্য দায়ী করেছেন।
গত বৃহস্পতিবার মার্কিন ডলার প্রতি ৮০ টাকার গণ্ডি প্রায় পার করে ফেলেছিল ভারতীয় মুদ্রার দাম। রেকর্ড সর্বনিম্ন ১ ডলারে ৭৯.৯৯ টাকায় নেমে গিয়েছিল। পরের দিন, শুক্রবার সেখান থেকে ভারতীয় মুদ্রার দাম কিছুটা উঠেছিল।
