হেরেও শিক্ষা নেই, লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চায় বিজেপি: তোপ দাগলেন অভিষেক

লোকে ঠেকে শেখে। কিন্তু বিজেপির হেরেও শিক্ষা হয়নি। তাই লাইমলাইটে থাকতেই ২১জুলাই সভা করতে চাইছে। বিজেপির উলুবড়িয়ার সভা নিয়ে তীব্র আক্রমণ করেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২১ জুলাই তাঁদের মহা সমাবেশের দিন আদালতের নির্দেশ মেনে বিজেপি সভা করবে বিজেপি। তীব্র কটাক্ষের সুরে অভিষেক বলেন, ‘‘লাইমলাইট থাকতেই ওইদিনটাই বেছেছে ওরা। মানুষের দাবিদাওয়া নিয়ে ভাবিত নয়। মানুষের পাশে থাকে না বিজেপি। এদের একটাই কাজ— ধর্মের ভিত্তিতে বাংলায় বিভাজন আর শান্ত বাংলাকে অশান্ত করা। হেরে গিয়েও ওদের শিক্ষা হয়নি। এটা বিজেপির মরিয়া চেষ্টা!’’

বৃহস্পতিবার তৃণমূলের ‘শহিদ সমাবেশ’-এর দিনেই উলুবেড়িয়ায় সভা করতে চায় বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাই কোর্ট মঙ্গলবারই প্রশ্ন তোলে, কেন একুশে জুলাই সভা করতে চাইছে বিজেপি? পরে, বুধবার বলে, সভা করতে হলে রাত ৮টা থেকে ১০টার মধ্যে করতে হবে। পাশাপাশিই, একগুচ্ছ শর্ত দিয়েছে হাই কোর্ট। যদিও, শেষপর্যন্ত সভা করবে না বলে জানায় বিজেপি।

পাশাপাশি, হাই কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণ টেনে এনে বিজেপিকে বিঁধেছেন অভিষেক। বলেন, মঙ্গলবার খোদ বিচারপতিই প্রশ্ন তুলেছিলেন, ৩৬৫ দিনের মধ্যে কেন ২১ জুলাইতেই বিজেপিকে সভা করতে হবে? কেন ২০ জুলাই বা ২২ জুলাই সভা করতে পারছে না ওরা? আদালতের নির্দেশ শিরোধার্য। তবে, আদালতের দেওয়া শর্ত মেনেই যাতে সভা হয়, সেদিকে পুলিশ-প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন অভিষেক।

আরও পড়ুন- মোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি

 

 

Previous articleমোদি শাসনে ভারত ত্যাগের হিড়িক, ১ বছরে নাগরিকত্ব ছেড়েছেন ১.৫ লক্ষের বেশি
Next articleGujarat: মোদির রাজ্যে পুলিশকর্মীকে পিষে দিল ট্রাক, আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন