দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু

ইতিহাস সৃষ্টি করে জল জঙ্গলের লড়াই জিতে এবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ময়ূরভঞ্জ থেকে রাইসিনায় ভারতের ১৫ তম রাষ্ট্রপতি ( president) দ্রৌপদী মুর্মু। ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা হল তাঁর নাম । ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই দেশের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা টুইট করে দেশের নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন । বিরোধী শিবির থেকেও শুভেচ্ছা জানান হয়েছে বলে সূত্রের খবর।

যশবন্ত সিনহাকে (Yashbant Sinha) বড় ব্যবধানে হারিয়ে দেশের রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। শুরু থেকেই রাইসিনার রেসে এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন দ্রৌপদী। অন্যদিকে যশবন্ত সিনহার প্রাপ্ত ভোট ২ লক্ষ ৬১ হাজার ০৬২।

আরও পড়ুন- তীর্থক্ষেত্র কালীঘাট, মমতার একচিলতে বাড়ি দেখতে মানুষের ঢল

Previous articleতীর্থক্ষেত্র কালীঘাট, মমতার একচিলতে বাড়ি দেখতে মানুষের ঢল
Next articleBCCI: এক সপ্তাহ পিছিয়ে গেল কোর্টের শুনানি, ২৮ জুলাই হবে সৌরভ-জয় শাহদের ভাগ‍্য নির্ধারণ