Monday, January 19, 2026

মোদির উদ্বোধনের পর ৫ দিনেই ধসে গেল ১৫ হাজার কোটির বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে

Date:

Share post:

প্রধানমন্ত্রীর নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি যে শুধুমাত্র কথার ফানুস তার প্রমাণ মিললো আরও একবার। গত ১৬ ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ঢাকঢোল পিটিয়ে, এতো ঘটা করে বুন্দেলখন্ডের যে এক্সপ্রেসওয়ের(Bundelkhand Expressway) উদ্বোধন করেছিলেন তা ধসে যেতে পাঁচ দিনের বেশি সময় নিল না। অর্থাৎ পাঁচ দিনেই ধসে গেলে ১৫ হাজার কোটির এক্সপ্রেসওয়ে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। ভাইরাল হওয়া সেই ভিডিও শোয়ার করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav) সহ অনেকেই।

আরও পড়ুন- কালীপুজো নিয়ে লেকচার সিরিজ, ফের বিতর্কে বিশ্বভারতী

গত শনিবার উত্তরপ্রদেশের জালাউনে ২৯৬ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পাঁচ দিন কাটতে না কাটতেই বুধবার বিকেলে, বৃষ্টিতে ধসে গেল রাস্তার একাংশ। ওই ধসের কবলে পড়েছে দু’টি গাড়ি ও একটি মোটরবাইক। তারপরেই দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হয়। কিন্তু ততক্ষণে প্রশ্নটা উঠেই গেছে, রাস্তা তৈরির মেটিরিয়াল এবং সেই মেটিরায়েলের গুনমান নিয়ে।

প্রসঙ্গত, বুন্দেলখন্ডের এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভোটের লোভে পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে দেশজুড়ে। এই সংস্কৃতি মারাত্মক।‘ বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েকে কেন্দ্র করে মোদির সেই কথাগুলিই এবার অন্য প্রশ্ন তুলে দিল।

বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে ভেঙে যাওয়ায় ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। ভাইরাল হওয়া ছবিগুলি শেয়ার করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-সহ অনেকেই। বাদ যাননি বিজেপির ‘বিদ্রোহী’ সাংসদ বরুণ গান্ধীও। প্রশ্ন উঠছে মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন দেখানো মোদিবাবুর ১৫ হাজার কোটির এক্সপ্রেসওয়ে যদি পাঁচ দিনেই ধসে যায়, তাহলে দেশের ভবিষ্যত কতটা মজবুত!

 

 

spot_img

Related articles

আগে আত্মসমর্পণ: হাই কোর্টের নির্দেশ বহাল রেখে BDO প্রশান্ত বর্মণকে সুপ্রিম নির্দেশ

স্বর্ণ ব্যবসায়ী খুনে তিনিই মূল অভিযুক্ত। যতদিন আদালতের দিক থেকে কোনও ভয় ছিল না ততদিন বুক ফুলিয়ে নিজেকে...

এবারই গ্রিনল্যান্ড দখল! শুল্কেও অনড় ইউরোপের ঐক্যকে ট্রাম্পের নতুন হুমকি

ইউরোপের দেশগুলির উপর শুল্ক চাপিয়ে গ্রিনল্যান্ড দখল করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু...

পারলে বিজেপি দিল্লি সামলা: মোদির দিশাহীন সিঙ্গুর বৈঠকে ফের সুর চড়ালেন অভিষেক

সোমবার বারাসতের সভার আগেই সভার মেজাজ বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে যে দিশাহীন...

শহরের মধ্যে জলভর্তি গভীর নালা: নয়ডায় মর্মান্তিক মৃত্যু ইঞ্জিনিয়ারের

দিল্লি সহ গোটা গাঙ্গেয় ভারতের দূষণে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই দূষণের একটি বড় কারণ খোদ দিল্লির প্রশাসন...