আজই আইএসসি দ্বাদশের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?

প্রতীক্ষার অবসান! আর কিছুক্ষণ পরই প্রকাশিত হতে চলেছে আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ডের ফলাফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) তরফে জানানো হয়েছে, আজ বিকেল পাঁচটায় আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) ‘Careers’ পোর্টাল, CISCE-র অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন:বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

কী করে জানবেন রেজাল্ট, জেনে নিন:

১) কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) ‘Careers’ পোর্টাল careers.cisce.org-তে যান।

২) ‘User Name’ এবং ‘Password’ দিয়ে লগ ইন করুন।

৩) ‘Semester 2 Examination’-তে ক্লিক করুন।

৪) মেনু বারে ‘ISC’-তে ক্লিক করুন।

৫) ‘Reports’-এ ক্লিক করুন।

৬) ‘Result Tabulation’এ ক্লিক করুন।

৭) ‘Comparison Table’ ক্লিক করে নিজের রেজাল্ট ডাউনলোড করুন।

তা ছাড়া, এসএমএস করেও দেখা যাবে ফল। তার জন্য ইংরেজিতে আইএসসি লিখে পরীক্ষার্থীর ইউনিক আইডি দিয়ে পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।









Previous articleCorona: দৈনিক আক্রান্ত ২০ হাজারের উপরেই, সন্ধান মিলল ওমিক্রন আক্রান্তের
Next articleঅর্পিতার ফ্ল্যাটের বিপুল নগদের সঙ্গে যোগ পোশাক সংস্থার? হাওয়ালার আশঙ্কা ইডির