কেজরিয়ালের মঞ্চ ‘হাইজ্যাক’ পুলিশের, অনুষ্ঠান বয়কট দিল্লির মুখ্যমন্ত্রীর

কথা ছিল অনুষ্ঠানে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপরাজ্যপাল ভিকে সাক্সেনার। সেই মতো কেজরিওয়ালের ছবি দিয়ে সাজানো হয়েছিল আসোলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ। অভিযোগ, শনিবার রাতে দিল্লি পুলিশ গিয়ে জোর করে দিল্লির মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি লাগিয়ে দেয়। অনুষ্ঠান বয়কট করেন ক্ষুব্ধ কেজরিওয়াল।

১১ জুলাই থেকে আসোলা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে বন মহোৎসব চলছে। দিল্লির (Delhi) সরকারি অনুষ্ঠান। রবিবার তার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের। অনুষ্ঠানের আগের দিন হঠাৎই মঞ্চ সংলগ্ন অঞ্চলে যায় কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। মঞ্চ ‘হাইজ্যাক’ করে নেওয়া হয় বলে অভিযোগ। অরবিন্দ কেজরিওয়ালের (Arbind Kejriwal) ফ্লেক্স ছিঁড়ে লাগানো হয় মোদির ছবি। অনুষ্ঠান বয়কট করেন ক্ষুব্ধ দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আসন ফাঁকা থাকলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির উপরাজ্যপাল। দিল্লি পুলিশ কেন্দ্রের নিয়ন্ত্রণে। আগেও তাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেজরিওয়াল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি দিল্লি পুলিশকে ব্যবহার করে বলে অভিযোগ। এই ঘটনা থেকে সেটা আবার প্রমাণিত বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- ISC Result 2022 : প্রকাশিত হল আইএসসি-এর ফলাফল, সাফল্যে ছাত্রদের টেক্কা দিল ছাত্রীরা

 

Previous articleবিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়, নীরজ চোপড়ার জন্য কাটল ১৯ বছরের খরা
Next articlePakistan Update: চরম বিপাকে পাকিস্তান, এবার দেশের সম্পত্তি বিক্রি করবে সরকার