করোনার মতোই ছোঁয়াচে মাঙ্কিপক্সও, জানাল হু

গোটা বিশ্বে ক্রমশ চোখরাঙাচ্ছে মাঙ্কিপক্স। এমতাবস্থায় নড়েচড়ে বসল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করলো হু।

আরও পড়ুনঃস্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে

বৃহস্পতিবারই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বে জরুরি অবস্থা জারি করার সময় এসেছে কি না, তা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। আলোচনার পরেই হু-র ডিরেক্টর জেনারেল জরুরি অবস্থা নিয়ে পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। তার পরেই শনিবার এই সিদ্ধান্ত।

প্রসঙ্গত, শনিবার কানাডার পাবলিক হেলথ এজেন্সি জানিয়েছে, সে দেশে এখনও পর্যন্ত ৬৮১ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এর আগে কোভিড-১৯ সংক্রমণ, ২০১৬ সালে দক্ষিণ আমেরিকায় জিকা ভাইরাস সংক্রমণ, ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণের সময়েও একই সিদ্ধান্ত নিয়েছিল হু।









Previous articleস্বাস্থ্য পরীক্ষার পর সিজিও কমপ্লেক্সে অর্পিতাকে ফের জিজ্ঞাসাবাদ ইডির, আজই তোলা হবে আদালতে
Next articleপার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ