শিল্প দফতরের দায়িত্ব কার হাতে, বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত

সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর দফতরের বন্টন নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে বলে খবর।

গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), আপাতত ইডির(ED) হেফাজতে তিনি। কিন্তু তাঁর দায়িত্ব কে সামলাবেন? তাহলে কি শিল্প দফতর নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  নাকি পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্বে অন্য কেউ? সূত্রের খবর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত নেওয়া হবে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আপাতত সিজিও কমপ্লেক্সের অস্থায়ী লক আপে রয়েছেন মন্ত্রী। রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রীই শুধু নন,পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় দফতরেরও মন্ত্রী। আগেই জানা গেছে যে এখনই মন্ত্রিসভা থেকে সরানো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। সেক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ। গ্রেফতারির পর থেকেই বিরোধীরা বারবার তাঁকে সরানোর দাবি তুলেছেন। সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর দফতরের বন্টন নিয়ে চিন্তায় মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নে (Nananna) বলে খবর। শিল্প দফতর সাময়িকভাবে নিজের হাতেই রাখবেন মুখ্যমন্ত্রী এমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে পরিষদীয় দফতরের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।


Previous articleToday market price : আজকের বাজার দর
Next articleঅপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে তলব ইডির, সিজিও-তে মুখোমুখি পার্থ-মানিক!