চোপড়ায় স্কুল ভ্যান দুর্ঘটনা: মৃত চালক, আহত বেশ কয়েকজন পড়ুয়া

ফের স্কুল ভ্যান দুর্ঘটনা (School Van Accident)। উত্তর দিনাজপুরের চোপড়ায় ওই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই স্কুল ভ্যানের চালক। জখম (Injured) কমপক্ষে ১১জন, তার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার, চোপড়ার (Chopra) তিন মাইলের ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্কুল ভ্যানের পিছনে আচমকা ধাক্কা মারে অপর একটি গাড়ি। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা।

গুরুতর জখম পড়ুয়াদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) স্থানান্তরিত করা হয়েছে। প্রতিদিনের মতো এদিনও পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল ভ্যানটি। তবে ৩১ নম্বর জাতীয় সড়কে (National Highway) ভ্যানটি ওঠার পরই পিছন থেকে আসা অপর একটি গাড়ি ধাক্কা মারে। তদন্তে নেমে ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।


 

Previous article২০২৪-এ আসবে না বিজেপি, ভয়ে এজেন্সি দিয়ে বাংলাকে বদনামের চেষ্টা হচ্ছে: তোপ মমতার
Next articleCorona update: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে মৃত ৫৭