Wednesday, November 12, 2025

অর্পিতার ফ্ল্যাটে যেতাম প্রমাণ দিতে পারলে ইস্তফা দেব: দিলীপকে পাল্টা সৌগত

Date:

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি টাকা ও বিপুল সোনার গয়না উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর(ED)। আর এই সূত্র ধরেই সোশ্যাল মিডিয়ায় সরব হন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। দাবি করেন, অর্পিতার ওই ফ্ল্যাটে যেতেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy)। দিলীপের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন সৌগত। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন, যদি দিলীপ ঘোষ তা প্রমাণ করতে পারেন তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দেব।

দিলীপের মন্তব্যের পাল্টা তোপ দেগে এদিন সৌগত রায় নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “প্রথমত অর্পিতা মুখোপাধ্যায়কে আমি চিনি না। তাই তাঁর যে ওই আবাসনে কোনও ফ্ল্যাট আছে, তা আমার জানার কথা নয়। রথতলার ক্লাব টাউন আবাসনে যে ফ্ল্যাটটি আমার বলা হচ্ছে, তা আমার নয়। একজন প্রোমোটার কামারহাটি পুরসভার চেয়ারম্যান মারফত আমাকে অফিস হিসেবে ব্যবহারের জন্য দিয়েছে। আমি ওই আবাসনে থাকি না, একটি অফিস রয়েছে মাত্র। আর আমার অফিসটি ব্লক-২তে, আর খবর নিয়ে জানলাম অর্পিতার ফ্ল্যাটটি ব্লক-৫-এ।”

একই সঙ্গে দিলীপের মন্তব্যের পাল্টা দিয়ে তিনি জানান, “আমি আমার কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছি। কিন্তু দিলীপ ঘোষ আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তা অসত্য। উনি যদি প্রমাণ করতে পারেন যে, আমি অর্পিতার ফ্ল্যাটে যেতাম বা কখনও গিয়েছি, তা হলে আমি সাংসদ পদ ছেড়ে দেব।”


Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version