Monday, August 25, 2025

Pritam Kotal: প্রীতমের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান

Date:

Share post:

প্রীতম কোটালের (Pritam Kotal) সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুক্রবার এমনটাই জানান হল সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে। বাগানের সঙ্গে চুক্তি বাড়িয়ে উচ্ছসিত মোহনবাগানের বাঙালি ডিফেন্ডার।

শুক্রবার মোহনবাগান দিবসের দিনে অনুশীলনে নেমেছিল এটিকে মোহনবাগান। শুক্রবার সকালে প্রীতমকে দেখা যায় সেই অনুশীলনে। তখন থেকেই বোঝা গিয়েছিল এই মরশুমেও মোহনবাগানেই থাকছেন তিনি। বেলা গড়াইতেই গোটা চিত্রটা পরিস্কার হয়ে যায়। বাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় সবুজ-মেরুনেই থাকছেন প্রীতম।

এদিন চুক্তি নবীকরনের পরে প্রীতম বলেন,“সবুজ মেরুন জার্সি পরার আবেগটা একেবারে অন্যরকম। নতুন মরশুমে আমারা এএফসি কাপে খেলব। এশীয় পর্যায়ে নিজেদের সেরা প্রমাণ করার সুযোগ রয়েছে সেখানে। এএফসি কাপের সেমিফাইনাল জেতার জন্য আমাদের ঝাপাতে হবে। এই মরশুমে আমাদের দল আরও শক্তিশালীও হয়েছে। ভালো তিনজন নতুন বিদেশিকে দল সই করিয়েছে। যা দল হয়েছে তাতে আমি মনে করি এশীয় পর্যায়ে ভালো ফল করা সম্ভব। আমাদের লক্ষ্য গত মরশুমে আমরা যে টুর্নামেন্ট গুলোতে চ্যাম্পিয়ন হতে পারিনি তার জন্য ঝাপানো।”

গত মরশুমে দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন প্রীতম। কোচ ফেরান্দো তাই তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়েছিলেন। তাই বাগান কোচের ভাবনায় তিনি থাকবেন তা অনুমান করা গিয়েছিল। তবে এই চুক্তি নবীকরণে কিছুটা সময় লাগায় রটে গিয়েছিল, ইমামি ইস্টবেঙ্গলে নাকি আসতে পারেন প্রীতম। তবে তা যে সত্যি নয় তার প্রমাণ মিলল শুক্রবার।

প্রীতমের মতোই সবুজে মেরুনে থেকে যাচ্ছেন প্রণয় হালদারও। শোনা গিয়েছিল প্রীতমের মতোই প্রণয় হালদারকেও নাকি তুলে নিতে চাইছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে তিনিও থেকে যাচ্ছেন এটিকে মোহনবাগানেই। তাঁকেও এদিনের অনুশীলনে দেখা গিয়েছে।

আরও পড়ুন:Lovlina Borgohain: ফের বিতর্কে লভলিনা, বিরক্ত ভারতীয় দলের প্রধান

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...