মেট্রো রেলের আদলে নবান্নের প্রবেশ দ্বারে বসছে স্মার্ট গেট

রাজ্যের সচিবালয় নবান্নের(Nabanna) নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে মেট্রো রেলের(Metro Rail) আদলে প্রবেশ দ্বারে স্মার্ট গেট বসানো হচ্ছে। মেট্রো স্টেশনে প্রবেশের জন্য যেমন বিশেষ কার্ড বা কুপন লাগে, একই ভাবে নবান্নের ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার থেকে নবান্নে ঢুকতে গেলে কর্মীদেরও বিশেষ কার্ড ব্যবহার করতে হবে, যার মাধ্যমে তাঁরা ভিতরে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, পূর্ত দফতরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নবান্নে প্রবেশের পেছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে বলে খবর।

আগে নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকতো। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থার পাশপাশি এবার থেকে স্মার্ট গেট ব্যবহার করা হবে। নবান্নে নিয়মিত আসেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য শীর্ষ আমলাদের দপ্তর। অনেক সময়ে আসেন জাতীয় স্তরের বিশিষ্টরা এবং বিদেশি কূটনীতিকরা। নবান্নে সুরক্ষা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়মিতই অনুভূত হয়। বিশেষ করে সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক ব্যক্তির আচম্বিতে প্রবেশ পুলিশকর্তাদের চিন্তা বাড়িয়েছে। তাঁরা নবান্নের সর্বত্র ঘুরে নয়া সুরক্ষা ব্যবস্থার নীল-নকশা তৈরি করেছেন আধিকারিকরা। এরপরই স্মার্ট গেটের মাধ্যমে নবান্নের নিরাপত্তা আর মজবুর করার পদক্ষেপ নেওয়া হল।

আরও পড়ুন:Corona Update:  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

 

Previous articleCorona Update:  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি
Next articleসোমবারই শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন ব্রাত্য বসু