Wednesday, July 16, 2025

কলকাতায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার

Date:

Share post:

গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের তরফ থেকে কলকাতা এবং আশপাশের কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ১০ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হল (Heroin Seized)। কোথা থেকে এই বিপুল পরিমাণ মাদক আনা হয়েছিল, এছাড়া কোথায় পাচার হচ্ছিল তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শুল্ক দফতরের আধিকারিকরা । জানা গিয়েছে,  তেঘরিয়া এবং খিদিরপুর এলাকায় ছদ্মবেশে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে ।

শুল্ক দফতর সূত্রের খবর, তেঘরিয়া এলাকায় শনিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে ৯৯৫ গ্রাম হেরোইন । এরপর শুল্ক দফতরের আধিকারিকরা খিদিরপুর এলাকায় ছদ্মবেশে তল্লাশি চালান । এরপর সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার ৬২৭ গ্রাম হেরোইন। তেঘরিয়া এবং খিদিরপুর এলাকা থেকে মোট দু’জনকে এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে আটক করা হয়েছে ।

মূলত শুল্ক দফতরের আধিকারিকদের অনুমান, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে মাদকগুলি আনা হয়েছিল এবং খিদিরপুর ও তেঘরিয়ার সেভ কাস্টোডিতে এই মাদকগুলি রেখে সেগুলি অন্যত্র বাজারের নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের । এই ঘটনায় আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের আধিকারিকরা ।

 

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...

কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্প্রদায়ের, সেই বাঙালি মতুয়াদের হেনস্থা মহারাষ্ট্রে!

বিদ্বেষের রাজনীতিই অস্ত্র কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবার সেই অস্ত্রের কোপ এসে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর সম্প্রদায়ের মানুষের উপর।...

বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের)। এই সংগঠনের...

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...