Sunday, August 24, 2025

শেষ বিদায়! সঙ্গীতের আকাশের অমর ‘তারা’ হয়ে চলে গেলেন নির্মলা

Date:

Share post:

শনিবার মধ্য রাতে শেষ হয়েছে তাঁর পথ চলা, সব ছেড়ে চলে গেছেন নির্মলা (Nirmala Mishra)। গানের জগতের ‘মুক্ত’ চিরতরে বিলীন হল, তোতা পাখি আজ শূন্য পথে তাকিয়ে। কিছুক্ষণ আগেই যে পথ দিয়ে চলে গেছে তাঁর নশ্বর দেহ। কয়েকঘণ্টা আগেও রবীন্দ্রসদনে (Rabindra Sadan)উপচে পড়া ভিড়। শিল্পী থেকে সাধারণ মানুষ একবার শেষ দেখা দেখতে চেয়েছিলেন তাঁকে। ফুলের গন্ধ আর মন খারাপের মুহূর্ত যেন রবীন্দ্রসদন চত্বরকে সিক্ত করেছে। এখানেই তাঁর কত অনুষ্ঠান, কত জীবন্ত স্মৃতি – এক লহমায় সবটাই অতীত হয়ে গেল। কেওড়াতলা মহাশ্মশানে সব শেষ!

রবিবার নির্মলা মিশ্রর মরদেহ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাখা হয় রবীন্দ্রসদনে। সকাল ১১টা থেকে তাঁকে শ্রদ্ধা জানান অসংখ্য অনুরাগীরা। রবীন্দ্রসদন চত্বরে একে একে হাজির হন সংগীত জগতের শিল্পীরা। উপস্থিত ছিলেন রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে তাঁর অনুরাগীরা। প্রয়াত শিল্পীর শেষযাত্রায় উপস্থিত হন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হল না। চেতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্মলা মিশ্র। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে একাধিক স্বীকৃতিতে সম্মাননা জানিয়েছে। ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। তিনি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)শোক জ্ঞাপন করে টুইট করে বলেন, “নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

বাংলার সুরের আকাশে আজ মন খারাপের মরসুম। ঝিনুক সত্যিই মুক্তহীনা।

আরও পড়ুন-সোমবারে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...