বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CID

বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়ে মৈত্রীকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন

সদস্যের CID দল। এই টিমে রয়েছেন এক মহিলা আধিকারিকও। সম্প্রতি, কল্যাণী এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছিল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রীর বিরুদ্ধে। আজ, সোমবার CID আধিকারিকরা দুপুর ১টা নাগাদ বিধায়কের বাড়িতে পৌঁছন। নিয়োগের ব্যাপারে মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদ করছেন বলেই জানা যাচ্ছে। বিধায়কের আইনজীবীও সেখানে উপস্থিত রয়েছেন। এদিন জিজ্ঞাসাবাদের পুরো পর্বটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানা গিয়েছে CID সূত্রে।

অভিযোগ, বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে নিজের মেয়ে মৈত্রীকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দিয়েছেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার, জগন্নাথ সরকার, দুই বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বঙ্কিম ঘোষ-সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ। যা নিয়ে কল্যাণী থানায় FIR দায়েরও হয়েছে। চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষ বর্তমানে এইমসে চাকরি করছেন। ইতিমধ্যে বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়েও অনুসূয়া ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিডি. এই দুর্নীতির অভিযোগ বিজেপির একটি অংশের তরফেই করা হয়েছিল।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জুলাই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে এসেছিল CID. সেই সময় তাঁরা দীর্ঘ আড়াই ঘণ্টা বিধায়কের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করেছিলেন।


Previous articleফ্রান্সের সঙ্গে অ্যাটল্যান্টিকে যৌথ মহড়া ভারতীয় নৌসেনার, চিনের কপালে চিন্তার ভাঁজ
Next articleআমার নিজের বাড়ি নেই: প্রতিবাদীদের ‘Go Home’ স্লোগানকে কটাক্ষ বিক্রমসিংঘের