বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

বুধবার মন্ত্রিসভার রদবদল। সোমবার, সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, ওই দিন বিকেল চারটে মন্ত্রিসভার বৈঠকে হবে। ছোট রদবদল হবে। নতুন ৫-৬ জনকে দায়িত্বে আনা হবে। ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হবে বলেও ঘোষণা করেন মমতা। এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

কারা আসবেন মন্ত্রিসভায়? কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

সূত্রের খবর, রদবদলে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বর্ষীয়ান নেতা তাপস রায় (Tapos Ray), বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), উত্তর ২৪ পরগনার নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik), হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)। তালিকায় রয়েছে দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha) নাম। বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বালিগঞ্জের বিধায়ককে মন্ত্রী করার বিষয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলেছে। তাপস রায় দীর্ঘদিন বিধায়কই শুধু নন, দলের একজন বর্ষীয়ান নেতা। পরিষদীয় কাজে তাঁর জ্ঞান যথেষ্ট। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনার কথাও দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বয়সে তরুণ স্নেহাশিস চক্রবর্তীর ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ্ব। উত্তরবঙ্গের বিধায়ক হিসেবে উদয়ন গুহর সম্ভাবনা উজ্জ্বল। এবার বিধানসভা নির্বাচনে তিনি সর্বাধিক ভোটও পেয়েছেন।

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন মন্ত্রী পরেশ অধিকারী। কারণ, এসএসসি (SSC)-র নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আদালতের নির্দেশে তাঁর কন্যার স্কুলশিক্ষিকার চাকরি গিয়েছে। কাজের নিরিখে বাদ পড়তে পারেন চন্দ্রনাথ সিংহ, সৌমেন দাস মহাপাত্র, অসীমা পাত্রও। এখন চূড়ান্ত তালিকা কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে আরও ২ রাত।

আরও পড়ুন- এসএসসি দুর্নীতির বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের

Previous articleএসএসসি দুর্নীতির বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের
Next articleপাখির চোখ ২০২৪: বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা অমিত শাহর