Friday, November 14, 2025

বদলির ক্ষেত্রে এসএসসি আইনে (SSC) পরিবর্তন করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আগের নিয়ম অনুযায়ী, চাকরির মেয়াদকাল ৫ বছরের কম হলে বদলির আবেদন করা যেত না। এমনকী, শারীরিক অসুস্থতা থাকলেও কোনও বিশেষ সুবিধা পাওয়া যেত না। সোমবার, এই আইনের বদল করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajshekar Mantha)। এসএসসির আইন ১৯৯৭ সালের আইনের ১০ বি ধারায় ৫ বছরের কম চাকরির অভিজ্ঞতায় বদলির সুযোগ ছিল না। ২০১৭-এ হাই কোর্টের ডিভিশন বেঞ্চে মামলার পরেও নিয়ম বহাল থাকে। কিন্তু এবার সেই আইন বদল হল। ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন বিচারপতি।

বর্ধমান আউশগ্রামের হাতকিরিনগর বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হামিদা খাতুনের (Hamida Khatun) মামলার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। ২০১৯-এ চাকরিতে তিনি যোগ দেন। ৪০০ কিলোমিটার পথ যাতায়াত করতে হয় তাঁকে। স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে হামিদার। এত দীর্ঘ পথ প্রতিদিন যাতায়াত করা তাঁর পক্ষে উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

গতবছর ২৪ অগাস্ট হামিদা বদলির জন্য আবেদন করেন তিনি। কিন্তু আইনের দোহাই দিয়ে তা বাতিল করে দেয় স্কুল সার্ভিস কমিশন। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন হামিদা। সঙ্গে পান সুদেষ্ণা বেরা, মাফুজা খাতুন-সহ অনেকেই। সেই মামলায় সোমবার বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, “অসুস্থতা কী ডাকবিভাগে বলে আসে? যে কোনও সময় যে কেউ অসুস্থ হতে পারেন।“ ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকরের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

 

 

 

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version