Monday, May 5, 2025

আন্দোলনকারীদের সঙ্গে আগেই কথা বলা উচিত ছিল কর্তৃপক্ষের: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য কুণালের

Date:

আগেই আন্দোলনকারীদের কথা উচিত ছিল কর্তৃপক্ষের। ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। মঙ্গলবার, তাঁর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। বৈঠকের পরে চাকরিপ্রার্থীদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কুণাল। আশ্বস্ত চাকরিপ্রার্থীরা।

দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন টেট (TET) উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন দেওয়া কথা বলা হয়েছে তাঁদের। ব্রাত্য বসুকে এই দলটির সঙ্গে সাতদিনের মধ্যে আলোচনায় বসার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ অগাস্ট বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এর আগেই মঙ্গলবার, কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে যান টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা। মিনিট ২০ বৈঠক হয়। কেন ওই চাকরি প্রার্থীদের কথা এতদিন শোনা হল না, সেই প্রশ্ন তোলেন কুণাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষুব্ধ কুণাল। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলা উচিত ছিল কর্তাদের বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

তৃণমূল মুখপাত্রের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, “প্রথমবার আমাদের কথা জানানোর জায়গা পেলাম।“ টেট উত্তীর্ণদের সমস্যার কথা নির্দিষ্ট জায়গার জানানোর আশ্বাস দেন কুণাল। রবিবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তৃণমূলের রাজ্য সম্পাদক। চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version