Wednesday, November 12, 2025

আন্দোলনকারীদের সঙ্গে আগেই কথা বলা উচিত ছিল কর্তৃপক্ষের: টেট উত্তীর্ণদের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য কুণালের

Date:

আগেই আন্দোলনকারীদের কথা উচিত ছিল কর্তৃপক্ষের। ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণের সঙ্গে বৈঠকের পরে মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। মঙ্গলবার, তাঁর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীরা। বৈঠকের পরে চাকরিপ্রার্থীদের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন কুণাল। আশ্বস্ত চাকরিপ্রার্থীরা।

দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন টেট (TET) উত্তীর্ণরা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন দেওয়া কথা বলা হয়েছে তাঁদের। ব্রাত্য বসুকে এই দলটির সঙ্গে সাতদিনের মধ্যে আলোচনায় বসার কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ অগাস্ট বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী।

এর আগেই মঙ্গলবার, কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে যান টেট উত্তীর্ণ আন্দোলনকারীরা। মিনিট ২০ বৈঠক হয়। কেন ওই চাকরি প্রার্থীদের কথা এতদিন শোনা হল না, সেই প্রশ্ন তোলেন কুণাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ক্ষুব্ধ কুণাল। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলা উচিত ছিল কর্তাদের বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা স্কুল শিক্ষা দফতরের: স্কুলে গড়া হবে ‘জয় হিন্দ’ বাহিনী

তৃণমূল মুখপাত্রের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, “প্রথমবার আমাদের কথা জানানোর জায়গা পেলাম।“ টেট উত্তীর্ণদের সমস্যার কথা নির্দিষ্ট জায়গার জানানোর আশ্বাস দেন কুণাল। রবিবার এসএসসির শারীরশিক্ষা-কর্মশিক্ষা পদের চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে তৃণমূলের রাজ্য সম্পাদক। চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version