Friday, January 9, 2026

ফের অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ইডি, কেন?

Date:

Share post:

অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড় কোথা থেকে এল? তার সদুত্তর পায়নি ইডি। তাই সোমবার সকালের পর ফের রাতেও অর্পিতার বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসে ইডির কর্তারা রেজিস্টার এবং মাই গেট অ্যাপের তথ্য সংগ্রহ করেন। এরপর সোমবার রাতেও ফের ওই আবাসনে ইডির তদন্তকারী আধিকারিকদের চার সদস্যের এক প্রতিনিধি দল যান। টানা দুই ঘণ্টা ধরে ফ্ল্যাট চত্বরের সিসিটিভি ফুটেজগুলি খতিয়ে দেখেন। সেখান থেকে বেশ কিছু ছবিও সংগ্রহ করেন তাঁরা।

আরও পড়ুন:বুধবার মন্ত্রিসভার রদবদল: কারা আসছেন, কাদের সরানো হবে? জল্পনা তুঙ্গে

কিন্তু কী কারণে এসেছিলেন ইডি আধিকারিকরা? এ প্রসঙ্গে বেলঘরিয়ার ওই আবাসনের পরিচালন সমিতির সম্পাদক জানিয়েছেন,ইডির আধিকারিকদের নির্দেশমত তাঁদের হাতে আবাসনের রেজিস্টার এবং মাই গেট অ্যাপের তথ্য তুলে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত কারণেই সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া যায়নি। মনে করা হচ্ছে, সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করার জন্যই দ্বিতীয় বার সেখানে এসেছেন আধিকারিকেরা।

প্রসঙ্গত, বেলঘরিয়ার এই আবাসনের ফ্ল্যাট থেকে নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা সহ বহুমূল্য সোনা, রূপা উদ্ধার করেছে ইডি। তারপর থেকেই তদন্তের স্বার্থে শনিবার ফের আবাসনে অর্পিতার ফ্ল্যাটে ঠিক কাদের যাতায়াত ছিল, তা নথিভুক্ত করা রেজিস্টার, মাই গেট অ্যাপের তথ্য এবং সিসিটিভি ফুটেজ চেয়ে গিয়েছিলেন।   তার নথি সংগ্রেহ করতেই সোমবার ফের একবার ইডির কর্তারা সেখানে হাজির হন।

spot_img

Related articles

বাংলার পড়ুয়াদের জন্য বাড়ল ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে আবেদনের সময়সীমা

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা...

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...