Sunday, August 24, 2025

ন্যাশনাল হেরাল্ডের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি ইডির

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংবাদপত্রের অফিস সহ দিল্লির ১২ জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। তবে মঙ্গলবার বাহাদুর শাহ জফর মার্গে ন্যাশনাল হেরাল্ডের অফিসে নিরাপত্তারক্ষী ছাড়া কেউই উপস্থিত ছিল না বলে খবর। কিন্তু তা অগ্রাহ্য করেই হেরাল্ড সংবাদপত্রের অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সম্প্রতি ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) পাশাপাশি রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল। আর সেই সময়ই ইডির অন্যায়ভাবে দলের নেতা নেত্রীদের হেনস্থা করার প্রতিবাদে দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয় কংগ্রেস (Congress)। তবে ইডির ভয় দেখিয়ে কংগ্রেসের মুখ বন্ধ করা যাবে না বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

মুদ্রাস্ফীতি (Inflation) এবং বেকারত্বের (Unemployment) মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কোনও জবাব নেই সরকারের কাছে। দেশের জনগণকে তারা জবাব দিতে অক্ষম। আর যারা সরকারকে অস্বস্তিকর প্রশ্ন করছে তাঁদের অপমানিত ও ব্ল্যাকমেল করতেই ইডিকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, এমনটাই অভিযোগ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। এদিন ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডি হানা দেওয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। তিনি টুইট করে জানান, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুললেই নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে।

সম্প্রতি একাধিক ইস্যুতেই ইডির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক কারণেই ইডি ও সিবিআইকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টায় মেতে উঠেছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা।


spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...