‘কোনও ফাটল নেই, আতঙ্ক ছড়ানো হচ্ছে!’ উল্টোডাঙ্গা উড়ালপুল পরিদর্শনের পর বললেন ফিরহাদ

উল্টোডাঙ্গা উড়ালপুলে ফাটল দেখে আঁতকে উঠেছিলেন বাসিন্দারা। আতঙ্কিত হয়ে পড়েছিলেন গাড়িচালকরাও। ভিআইপি রোডের যেখানে রাস্তায় মিশেছে উড়ালপুল, ঠিক তার কিছুটা আগেই উড়ালপুলের উপর ও ধারে পিলারের গায়ে বড় ধরনের ফাটলের ভিডিও করেছিলেন এক ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল সাইটে বিষয়টি জানতে পেরে সোমবার কেএমডিএ আধিকারিক, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ব্রিজ পরিদর্শনের পর ফিরহাদ হাকিম বলেন, এই ফাটল বিপজ্জনক নয়। ব্রিজের যে অংশটিতে ফাটলের কথা বলা হচ্ছে সেটি ব্রিজের অংশ নয়। ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করলেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই সেখানে। আসলে যেখানে ফাটল বলা হচ্ছে, সেটা একটা প্রাচীর মাত্র। ব্রিজের কাঠামোর সঙ্গে তার কোন যোগ নেই। পাশাপাশি ফিরহাদ হাকিম এই বিষয়টিকে সরকারের বদনাম করার চক্রান্ত বলে দাবি করেছেন।

আরও পড়ুন- আর্থিক তছরুপ মামলায় এবার ইডির নজরে সঞ্জয়ের স্ত্রী বর্ষা

 

 

Previous article৭২ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে রেকর্ড গড়লেন রোজমেরি লেন্টন
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ