৭২ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে রেকর্ড গড়লেন রোজমেরি লেন্টন

বার্মিংহ্যামে লন বলে প্যারা উইমেন ইভেন্টে পলিন উইলসনের সঙ্গে জুটি বেঁধে ছিলেন রোজমেরি লেন্টন।

বয়স যে একটা সংখ‍্যা মাত্র, তা প্রমান করলেন স্কটল্যান্ডের রোজমেরি লেন্টন (Rosemary Lenton)। ৭২ বছর বয়সে কমনওয়েলথে (Commonwealth Games ) সোনা জিতে রেকর্ড গড়লেন তিনি। বার্মিংহ্যামে লন বলে প্যারা উইমেন ইভেন্টে পলিন উইলসনের (Pauline Wilson) সঙ্গে জুটি বেঁধে ছিলেন রোজমেরি লেন্টন। গত বুধবার ফাইনালে রোজমেরি-পলিন ১৭-৫ ব্যবধানে হারিয়ে দেন অজি জুটি শেরিল লিন্ডফিল্ড (Cheryl Lindfield) ও সেরেনা বোনেল (Serena Bonnell)। চলতি কমনওয়েলথে অন্যতম বয়স্ক অ্যাথলিট রোজমেরি। এই জয়ের পর অত্যন্ত উচ্ছ্বসিত রোজমেরি।

সোনা জিতে রোজমেরি লেন্টন বলেন,” অসাধারণ অভিজ্ঞতা। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। খুব ভাল খেলেছি আমরা। বিশ্বাস ছিল পারব। রাউন্ড রবিনে আমরা সব সময় সে ভাবে খেলতে পারিনি। কিন্তু যখন প্রয়োজন ছিল, তখন পেরেছি। সেটাই গুরুত্বপূর্ণ। খুবই খুশি আমি।”

প্রায় দু’দশক আগে চোট পেয়েছিলেন লেন্টন রোজমেরি। তারপর থেকেই হুইলচেয়ারে তিনি। কমনওয়েলথ গেমস অলিম্পিক্সের সমান, পদক জয়ের পর জানান লেন্টন। তিনি বলেন, “প্রথমবার মেয়েদের প্যারা লন বোল কমনওয়েলথে খেলা হচ্ছে। কখনও ভাবিনি কমনওয়েলথে আসব। এলেও হয়তো দর্শক হিসাবে আসতাম। এটা আমাদের কাছে অলিম্পিক্স। কমনওয়েলথের থেকে বড় কোনও প্রতিযোগিতায় লন বোল খেলাই হয় না।”

আরও পড়ুন:Emami EastBengal: সকালে শহরে পা রেখেই দুপুরে দল নিয়ে অনুশীলনে কনস্ট‍্যানটাইন

 

 

Previous articleআর্থিক তছরুপ মামলায় এবার ইডির নজরে সঞ্জয়ের স্ত্রী বর্ষা
Next article‘কোনও ফাটল নেই, আতঙ্ক ছড়ানো হচ্ছে!’ উল্টোডাঙ্গা উড়ালপুল পরিদর্শনের পর বললেন ফিরহাদ