আজ দিল্লি সফরে মমতা

আজ বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দিল্লিতে পা দিয়েই তিনি দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন। এদিন বিকেল সাড়ে ৪টেয় সাংসদ সুখেন্দুশেখর রায়ের ৭ নং মহাদেব রোডের বাড়িতে সাংসদদের নিয়ে এই বৈঠক হবে । একবছর আগে এরকমই এক চা-চক্রের আয়োজন ছিল ৭ নং মহাদেব রোডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফরে রয়েছে ঠাসা কর্মসূচি। এবারের দিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য হল নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া।

আরও পড়ুন:মানুষের উন্নয়নই অগ্রাধিকার: মন্ত্রিসভার রদবদলের পর অভিনন্দন জানিয়ে বার্তা অভিষেকের

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি এলে একবার অন্তত সংসদের সেন্ট্রাল হলে যান। এখন সংসদের বাদল অধিবেশন চলছে। ফলে এবারও সে সম্ভাবনা প্রবল। রাজ্যের পাওনা-গণ্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও মুখ্যমন্ত্রী দেখা করবেন। নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও রয়েছে অনান্য কর্মসূচি। জিএসটি, মূল্যবৃদ্ধি-সহ একগুচ্ছ ইস্যুতে গতও কয়েকদিন ধরেই সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে টানা ধরনা চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে।

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next articleফের মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস দিল্লিতে, সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯