Thursday, August 28, 2025

মূল্যবৃদ্ধির সহ একাধিক ইস্যুতে রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের

Date:

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং একাধিক পণ্যের উপর জিএসটি বসানোর প্রতিবাদে শুক্রবার দিল্লির পাশাপাশি উত্তাল হল শহর কলকাতাও (Kolkata)। এদিন দুপুরে রাজভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস (Congress) কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে ব্যহত হয় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বিক্ষোভকারীদের দাবি, এভাবে তাঁদের আটকে রাখা যাবে না। ধীরে ধীরে এই বিক্ষোভের মাত্রা আরও বাড়তে থাকবে। কেন্দ্রীয় সরকার দেশকে ধ্বংসের মুখে নিয়ে এসেছে বলে অভিযোগ কর্মী-সমর্থকদের।

শুক্রবার সকালে দিল্লিতে একটি মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের (President Bhawan) দিকে যাচ্ছিলেন রাহুল। বিজয় চক পৌঁছনোর আগেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। পাশাপাশি এদিন রাহুল সহ একাধিক কংগ্রেস সাংসদকে মারধর ও টেনে হিঁচড়ে বাসে তোলার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর। এদিন কংগ্রেস সাংসদদের সবাইকে কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হতে দেখা যায়। পুলিশি বাধার মুখে পড়ে এদিন রাস্তায় বসে সাংসদদের সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রিয়াঙ্কা গান্ধী।

কেন্দ্রীয় সরকার ইডি (Enforcement Directorate) ও সিবিআইয়ের (CBI) ভয় দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের দাবি এভাবে আমাদের দমানো যাবে না। কেন্দ্রের বিরুদ্ধে কোনও অভিযোগ তুললেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় দেখানো হচ্ছে। তবে জমে থাকা মামলার কোনও সুরাহা হচ্ছে না। শুধুমাত্র বিরোধীদের হেনস্থা করা হচ্ছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version