রিসর্ট বানাতে জমি চেয়ে চাপ, রাজস্থানে আত্মঘাতী সাধু

প্রতীকী ছবি

তৈরি হবে রিসর্ট(resort)। আর তার জন্য বিজেপি বিধায়ক জমি চেয়ে চাপ সৃষ্টি করছিলেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ সাধুর উপর। ক্ষমতার আগ্রাসনে আত্মহত্যা করলেন বৃদ্ধ সাধু। গোটা ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে আত্মহত্যায়(suicide) প্ররোচনা দেওয়ায় অভিযোগে মামলা দায়ের হয়েছে রাজস্থানের(Rajsthan) জালৌরে। যদিও অভিযোগ অস্বীকার করে বিধায়কের দাবি ওই সাধুকে কেউ বা কারা খুন করেছে।

বৃহস্পতিবার রাতে জালৌরের রাজাপুরাগ্রামে গাছ থেকে ঝুলতে দেখা যায় ৬০ বছর বয়সী রবীনাথের ঝুলন্ত দেহ। গাছের নিচ থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। যদিও তাতে কী লেখা আছে পুলিশের তরফ থেকে তা প্রকাশ্যে আনা হয়নি। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাঁদের। গ্রামবাসীদের স্পষ্ট অভিযোগ এই আত্মহত্যার পিছনে রয়েছে বিজেপি বিধায়কের প্ররোচনা। গ্রামবাসীদের দাবি, স্থানীয় বিজেপি বিধায়ক পুরারাম চৌধুরি একটি রিসর্ট বানাতে রবিনাথের জমি চেয়ে চাপ দিচ্ছিলেন। জমি দিতে রাজি হননি রবিনাথ। অভিযোগ, তার পর তিনি হুমকি পেতে থাকেন। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। পুলিশে তরফে যেন হয়েছে বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Previous articleডেঙ্গি মোকাবিলায় কড়া পুরসভা, একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেয়র ফিরহাদের
Next articleবাগুইআটিতে নববধূর রহস্যমৃত্যুতে গুরুতর অভিযোগ পরিবারের, গ্রেফতার স্বামী