Tuesday, January 20, 2026

যোগী সরকারের আই ওয়াশ! রাখি উপলক্ষ্যে উত্তরপ্রদেশে মহিলাদের বাসে ফ্রি রাইড

Date:

Share post:

নারী নির্যাতনে (Women Harrasment) যে রাজ্যের নাম সবার প্রথমে, সেই উত্তরপ্রদেশের রাজ্য সরকারের আই ওয়াশের চেষ্টা। হাথরস, উন্নাওয়ের মতো মহিলাদের উপর চরম নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা উত্তরপ্রদেশ সরকারের। রাখি উৎসব (Raksha Bandhan) উপলক্ষ্যে দুদিন মহিলাদের বাস ভাড়া মকুব (Bus Fare) করার ঘোষণা করা হয়েছে। তবে শুধু উত্তরপ্রদেশই নয়, একই ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকারও।

সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, উৎসব চলাকালীন ৪৮ ঘণ্টার মধ্যে বাসে চড়লে ভাড়া দিতে হবে না মহিলাদের। আগামী ১০ অগাস্ট রাত ১২টা থেকে ১২ তারিখ রাত ১২টা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। পাশাপাশি যোগী সরকারের তরফে আরও জানানো হয়েছে, ১০ থেকে ১২ অগাস্ট দিল্লি, আগ্রা, কানপুর-সহ একাধিক শহরে অতিরিক্ত বাস পরিষেবা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দফতরের নির্দেশিকার পরই জোরকদমে ময়দানে নেমে পড়েছেন পরিবহণ দফতরের আধিকারিকরা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাস পরিষ্কার করার কাজও। মহিলা যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- কুয়োয় মরণঝাঁপ মায়ের, প্রাণ গেল ১ মাসের শিশু-সহ ৪ সন্তানের

প্রতি বছরই রাখি উৎসব উপলক্ষে ২৪ ঘণ্টার জন্য় এই ছাড় দেয় উত্তরপ্রদেশ সরকার। কিন্তু এবার সেই সময়সীমা বাড়িয়ে ২ দিন করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। তবে উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের প্রশ্ন, নারী সুরক্ষার সময়সীমা কী মাত্র ৪৮ ঘণ্টা? আগামী দিনে তাদের নিরাপত্তার বিষয়টি যোগী সরকারের মাথায় থাকলেই ভালো।

 

 

 

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...

রোজ ভ্যালির টাকা ফেরত শুরু, তিন দফায় প্রায় ২৯ কোটি টাকা পাচ্ছেন আমানতকারীরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া গতি পেল। রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল...

সুপ্রিম রায়ের পরেই পদক্ষেপ! ১০ প্রতিনিধি নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সময় চাইলেন অভিষেক

'সুপ্রিম' নির্দেশের পরেই অ্যাকশন! এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাতের আবেদন জানালেন তৃণমূলের সর্বভারতীয়...