কমনওয়েলথ গেমসে ফের সোনা জয় ভারতের, সোনার পদক জয় নিখাত জারিনের

নিখাত জারিনের এই সোনা জয়ের ফলে কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারত পেয়ে গেল ১৭তম সোনা।

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) বক্সিং-এ ভারতের ফের সোনা জয়। রবিবার গেমসে মহিলা বক্সিং-এ ৫০ কেজি বিভাগে সোনার পদক জিতলেন নিখাত জারিন (Nikhat Zareen)। ফাইনালে তিনি হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। নিখাত জারিনের এই সোনা জয়ের ফলে কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারত পেয়ে গেল ১৭তম সোনা।

 

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান নিখাত জারিন। প্রথম রাউন্ডে ১০-৯ ব্যবধানে জেতার পর দ্বিতীয় রাউন্ডেও দাপট দেখান ভারতীয় এই বক্সার। সেই রাউন্ডেও ১০-৯ ব্যবধানে এগিয়ে ছিলেন নিখাত জারিন। এরপর তৃতীয় রাউন্ডেও দাপট বজায় রাখেন তিনি। যার ফলে চলতি বছর সোনা জয়ের হ্যাটট্রিক করলেন নিখাত।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের ফাইনালে পিভি সিন্ধু

 

Previous articleবিজেপি নেতার কীর্তি ‘নারী নির্যাতন’ , কখন জাগবেন? মোদিকে কটাক্ষ তৃণমূলের
Next articleপূর্ব কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ও রক্তদান শিবিরে চাঁদের হাট