ঘুরতে যাওয়ার পথে বাস উল্টে দুর্ঘটনার কবলে পর্যটকরা, আহত ৪০

সপ্তাহের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা। দিঘা ঘুরতে যাওয়ার পথেই বাস উল্টে দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে।  নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে  উল্টে গেল দিঘাগামী পর্যটকবোঝাই একটি বাস। এই ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। আহতদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:প্রকাশিত হল JEE Main-এর দ্বিতীয় সেশনের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

পুলিশ সূত্রের খবর, ৭০ জন পর্যটক নিয়ে গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ নদিয়ার রানাঘাট থেকে বাসটি যাত্রা শুরু করে।  আজ ভোররাতে বাগনানের চন্দ্রপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। এরপরই স্থানীয়রা প্রাথমিকভাবে আহতদের উদ্ধারে কাজ শুরু করেন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিকটস্থ উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আহতদের ভর্তি করার ব্যবস্থা করে তারা।

 

Previous articleপ্রকাশিত হল JEE Main-এর দ্বিতীয় সেশনের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?
Next articleমন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩