মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩

মন্দিরে পুজো দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত ৩ জনের। আহত বেশ কয়েকজন। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকারে।দুর্ঘটনাটিকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়িয়েছে মন্দির চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃঘুরতে যাওয়ার পথে বাস উল্টে দুর্ঘটনার কবলে পর্যটকরা, আহত ৪০

পুলিশ সূত্রের খবর, সোমবার রাজস্থানের খাটু শ্যামের মন্দিরে পুজো দিতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। ভোর ৫টা নাগাদ মন্দিরের প্রবেশপথের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে। তাতেই মৃত্যু হয় ৩ জনের। আহত বেশ কয়েকজন।আহতদের মধ্যে দু’জনকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মন্দির চত্বরে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই পরিস্থিতির খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

 

Previous articleঘুরতে যাওয়ার পথে বাস উল্টে দুর্ঘটনার কবলে পর্যটকরা, আহত ৪০
Next articleগরুপাচার কাণ্ডে সোমবারই নিজাম প্যালেসে তলব অনুব্রতর