গরুপাচার কাণ্ডে সোমবারই নিজাম প্যালেসে তলব অনুব্রতর

রাজ্যে পঞ্চায়েত ভোট  যত এগিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল CBI-কে আগেও সবরকমভাবে সাহায্য করেছেন। এমনকি তলব মেনে CBI দফতরে হাজিরাও দিয়েছেন। তারপর থেকে বহুদিন অসুস্থ তিনি।এমনকি ঘর থেকেও বেরোননি। কিন্তু ফের একবার সোমবার তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। যদিও অসুস্থতার কথা জানিয়ে সিবিআই-এর কাছে সময় চেয়ে একটি মেইল করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু তাতেও নাছোড়বান্দা সিবিআই। অনুব্রতের মেইলের উত্তরে CBI আজই তাঁকে এসএসকেএম থেকে সোজা নিজাম প্যালেসে তলব করেছেন।

আরও পড়ুন:মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩

সূত্রের খবর, শারীরিকভাবে ভালো নেই তিনি। তাঁর গলায়, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা বহুদিনের। আজ এসএসকেএমে হাসপাতালে অনুব্রত মণ্ডলের কিছু মেডিক্যাল টেস্টের জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তাই তিনি নিজাম প্যালেসে যাবেন কিনা , তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

 

Previous articleমন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত কমপক্ষে ৩
Next articleশক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি