ইজরায়েলের গাজায় ১ হাজারেরও বেশি রকেট হামলা, মৃত ৫১

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক বোমা হামলা চালাচ্ছে ইজরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) এক জ্যেষ্ঠ নেতাও। গত শুক্রবার তাঁকে লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। গাজায় বোমা হামলা শুরুর পর ইসলামিক জিহাদ নিয়ে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তাঁর ভাষ্যমতে, ইসলামিক জিহাদকে সহায়তা করছে ইরান। ইসরায়েলকে ধ্বংস করাই এই গোষ্ঠীর লক্ষ্য।

একইসঙ্গে, ইজরায়েলের ভূখণ্ডে ১ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে গাজার ‘ইসলামিক জেহাদ’ জঙ্গিগোষ্ঠী ।গত শুক্রবার গাজা ভূখণ্ডে প্যালিস্তিনীয় জঙ্গি সংগঠন ইসলামিক জেহাদের ঘাঁটিতে একের পর এক বোমা ফেলে ‘ইজরায়েল ডিফেন্স ফোর্সেস’-এর ফাইটার জেটগুলি। ওই হামলায় সংগঠনটির এক শীর্ষ কমান্ডার-সহ মৃত্যু হয় দশজনের। বলে রাখা ভাল, চলতি সপ্তাহেই গাজায় গ্রেপ্তার হয়েছে এক জঙ্গি নেতা। তারপর থেকেই আটঘাট বাঁধছিল ইজরায়েল (Israel)। কয়েকদিন আগেই গাজার যাওয়ার দু’টি ক্রসিং বন্ধ করে দেয় তারা। গাজা সীমান্ত লাগোয়া নাগরিকদের যাতায়াত করা নিয়ে হুঁশিয়ারিও দিয়েছে ইজরায়েলি সরকার। শুক্রবারের হামলার পর ইসলামিক জেহাদ জানায়, ইজরায়েলের হামলায় তাদের কমান্ডার তায়সির আল জাবারি নিহত হয়েছে। সংগঠনটির সশস্ত্র বাহিনী ‘কাডস ব্রিগেড’-এর নেতৃত্বে ছিল জাবারি।

আরও পড়ুন- বিদায়বেলায় চোখে জল বেঙ্কাইয়ার, ডেরেক তুলে ধরলেন ‘বিদায়ী’র শৈশবের স্মৃতি

ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, জাবারির মৃত্যুর পর ইজরায়েলে ১ হাজারেরও বেশি রকেট ছুঁড়েছে ‘ইসলামিক জেহাদ’। তারমধ্যে ২০০টি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজা ভূখণ্ডেই আছড়ে পড়ে। ফলে প্রাণ হারিয়েছেন ১৬ জন সাধারণ মানুষ। সংঘর্ষে আরও ১১ নিরীহ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে ইজরায়েলের সেনা। পালটা, গাজা ভূখণ্ডে ইসলামিক জেহাদের ১৭০টি ঘাঁটিতে বিমান হানা চালানো হয়েছে বলে জানিয়েছে ‘ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস’।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। রমজানের নমাজ পড়তে জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। ওই সংঘর্ষে ২৫৬ জন প্যালেস্তানীয়র মৃত্যু হয়।

 

 

 

Previous articleলক্ষ‍্য’র লক্ষ‍্যপূরণ, কমনওয়েলথ গেমসে জিতলেন সোনা
Next articleকয়েকজন নির্দিষ্ট বিচারপতির কাছে যায় স্পর্শকাতর মামলা, সুপ্রিমকোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্য সিবালের