মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলির (Idrish Ali) বাড়িতে দুষ্কৃতী হামলা। ভগবানগোলার সুবর্ণমৃগিকা গ্রামে সোমবার সন্ধেয় বিধায়কের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। মূল দরজা বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারেনি কেউ। তবে দরজার গ্রিলে বাঁশ দিয়ে পেটানো হয়। ভেঙে ফেলা হয় বাইরে রাখা চেয়ারও। বাইরে রাখা গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূল বিধায়কের (TMC MLA) অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী মত্ত অবস্থায় তাঁর বাড়িতে হামলা চালায়। তারা তৃণমূলের কেউ নয়। হামলাকারীদের অভিযোগ, দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন ইদ্রিস আলি। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল বিধায়ক জানান, মূল অভিযুক্ত মুজতবা শেখ মদ্যপ, দুশ্চরিত্র। তাঁকে বাদ দিয়ে তিনি অঞ্চলের বৈঠক করেন। সেই রাগেই মুজতবা এইসব মিথ্যে অভিযোগ করছেন। বিধায়কের আরও অভিযোগ, পঞ্চায়েত সদস্য শেখ গোলাপকেও খুন করার হুমকিও দিয়েছেন মুজতবা। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।