Sunday, May 4, 2025

বর্ষসেরা পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ফুটবলার মনীষা কল্যাণ

Date:

Share post:

২০২১-২২ মরশুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) তরফ থেকে ঘোষণা করা হয় ২০২১-২২ বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের নাম। সেখানেই দেখা যায় বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী। ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। পুরুষ জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ এবং মহিলা জাতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি বিজয়ী ফুটবলারদের বেছেছেন।

সুনীল বর্ষসেরা ফুটবলার হওয়ায়, এই নিয়ে ইগর স্টিম্যাচ বলেন, “সুনীল আমাদের সর্বোচ্চ গোল সংগ্রাহক। পাঁচটি গোল করেছেন এবং সাফ কাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। এরপর এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তিন ম্যাচে চার গোল করেছেন সুনীল। ওনার উদ্যম, নেতৃত্ব, শৃঙ্খলা ও পরিশ্রম, খারাপ ও ভালো সময়ে উঠে এসেছে।”

ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। গত মরশুমে সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মনীশা। মনীশাকে নিয়ে মহিলা দলের হেডকোচ থমাস ডেনারবি বলেন, “মনীষা জাতীয় দল ও ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফর্মেন্স করেছেন। ও গোল করেে, এবং নিয়মিত অ্যাসিস্ট প্রদান করে। দুর্দান্ত স্পিড ও ড্রিবলিং। ওর মধ্যে ক্ষমতা রয়েছে ভবিষ্যতে আরও বড় লিগে খেলার। ও এখনও তরুণী, এবং এখনও উন্নতি করছে।”

এদিকে সেরা পুরুষ উঠতি ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং। মুম্বই সিটি এফসির হয়ে গত আইএসএলে তিনটি গোল করেছিলেন তিনি। এবং সেরা মহিলা উঠতি ফুটবলার সম্মান পাচ্ছেন মার্টিনা থোকচোম।বর্ষসেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন ক্রিস্টাল জন। এবং বর্ষসেরা সহকারী রেফারির তকমা পেয়েছেন উজ্জ্বল হালদার।

আরও পড়ুন:‘অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম’, সোনা জয়ের পর বললেন সিন্ধু

 

 

spot_img
spot_img

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...