সুপ্রিম কোর্টে জামিন পেলেন সমাজকর্মী ভারাভারা রাও

ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও অসুস্থতার কারণেই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন:একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ মা ও ছেলের, নজির গড়লেন কেরলের বিন্দু

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত ভারভারা রাওয়ের জামিন মঞ্জুর করেন। পাশপাশি তিনি এও বলেন, আমার আশা এই স্বাধীনতার অপব্যবহার করবেন না ভারাভারা।

আপাতত অন্তর্বর্তী জামিনে রয়েছেন এই সমাজকর্মী। তবে শীর্ষ আদালতের নির্দেশ তাঁর জন্য বড় স্বস্তি আনতে পারে বলেই মত। তাঁর বিরুদ্ধে  ২০১৭-এর  পুণের এলগার পরিষদ সমাবেশে উস্কানিমূলক ভাষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনকী তাঁর বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু করেছিল পুলিশ। তবে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকায় বম্বে আদালতে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আজ, বুধবার সুপ্রিম কোর্ট তাঁর  জামিন মঞ্জুর করল।

Previous articleএকইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ মা ও ছেলের, নজির গড়লেন কেরলের বিন্দু
Next articleসন্তানকে ফিরে পেতে এবার নিজের মা-বাবার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ মেয়ে