Saturday, January 31, 2026

একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। এক’দুজন নয়, এক সঙ্গে পাঁচ বিদেশি ফুটবলার সই করাল লাল-হলুদ ক্লাব। চারালামবোস কিরিয়াকউ, ইভান গঞ্জালেজ, অ্যালেক্স লিমা, ক্লেইটন সিলভা ও ইলিয়ান্দ্রোকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল। দলে বিদেশি নেওয়ার ক্ষেত্রে ব্রাজিলিয়ানদের ওপর গুরুত্ব যেমন দেওয়া হয়েছে, তেমনই ভারতে খেলে যাওয়া বিদেশি ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন লাল-হলুদের হেডস‍্যার কোচ স্টিফেন কনস্টানটাইন।

চারালামবোস সাইপ্রাসের জাতীয় দলের ফুটবলার। আগামীকালই কলকাতা শহরে পৌঁছে যাচ্ছেন তিনি। ৩২ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। ওপরদিকে ৩৩ বছর বয়সী আলেক্স লিমাকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এই মিডফিল্ডারের আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এর আগে জামসেদপুর এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছে তাঁকে। ব্রাজিলিয়ান এই সেন্ট্রাল মিডফিল্ডার এর আগে আমেরিকার লিগেও দাপিয়ে খেলেছেন। খেলেছেন দক্ষিণ কোরিয়া ও চিনের লিগেও। আমেরিকার শিকাগো ক্লাবে খেলেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার শুয়ান এফসি-তেও খেলেছেন লিমা। সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও লেফট উইং ও লেফট মিডফিল্ডে খেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ব্রাজিল ছাড়াও আমেরিকার নাগরিকত্ব রয়েছে তাঁর।

অপরদিকে অনেকদিন আগেই ইভান গঞ্জালেজের সঙ্গে প্রি কন্ট্রাক্ট হয়ে গিয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের। আর এবার হয়ে গেল সরকারি ঘোষণ। ৩২ বছর বয়সী এই ফুটবলার এফসি গোয়ার হয়ে এর আগে ৩৬টি ম্যাচ খেলে ফেলেছেন। স্পেনের রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এই ডিফেন্ডার। বারবার নিশ্চিত গোল বাঁচিয়েছেন গোয়ার হয়ে।

ক্লেইটন সিলভা খেলবেন লাল-হলুদ জার্সিতে।
গোল করা এবং করানোর মুন্সিয়ানা রয়েছে ক্লেইটনের। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার বেঙ্গালেরু এফসির হয়ে গত দুই মরসুমে ৩৭টি ম্যাচে ১৬টি গোল করেছেন। সাতটি গোল অ্যাসিস্ট রয়েছে তাঁর। ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার থাইল্যান্ডের লিগে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে ১০০ গোলের কৃতিত্ব দেখিয়েছিলেন।

আরও এক ব্রাজিলিয়ান স্ট্রাইকার সই করাল ইমামি ইস্টবেঙ্গল। ৩২ বছর বয়সী ইলিয়ান্দ্রো লিথুওয়ানাতে খেলা ছাড়াও থাইল্যান্ড লিগেও গত আড়াই বছরে ২৩টি গোল করেছেন।

আরও পড়ুন:ডুরান্ড কাপে নামার আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামছে এটিকে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি

 

 

 

 

spot_img

Related articles

বন্ধ হতে চলেছে টেলিপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’! বাড়ছে জল্পনা

জনপ্রিয়তা থেকে বিতর্ক, বারবার খবরের শিরোনামে থেকেছে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'(Chirodini Tumi Je Aamar)। জিতু...

ভোটার তালিকায় ভুল রুখতে কড়া কমিশন, মাইক্রো অবজার্ভারদের কাঁধে নতুন দায়িত্ব

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট জানানো...

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...