Monday, November 17, 2025

বেলাগাম মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও ক্ষমা চাইতে নারাজ সৌগত

Date:

‘সমালোচকদের গায়ের চামড়া দিয়ে বানানো হবে জুতো।’ তৃণমূল সাংসদ সৌগত রায়ের এমনই মন্তব্য নিয়ে বিতর্কে তৈরি হয়। রবিবার উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক দলীয় কর্মসূচি বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ বলেন, ‘যাঁরা আমাদের বেশি নিন্দা করছেন, এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো বানানো হবে।’

পরে অবশ্য সৌগত রায় বলেন, ‘তৃণমূলকে যারা চোর বলছে, তাঁদের উদ্দেশ্যে রূপক হিসেবে ব্যবহার করেছিলাম’। ‘না করলেই ভাল হত, ভুল হয়েছে’। ‘দুঃখপ্রকাশ করতে পারি, ক্ষমা চাইবার প্রশ্ন নেই’।

এসএসসি দুর্নীতিকাণ্ডে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পরপরই গোরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল।এই দুই তাবড় নেতার গ্রেফতারির পর লাগাতার সমালোচনায় বিঁধছে বিরোধী শিবির। যদিও এর পালটা জবাব দিচ্ছে তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে এবার সমালোচকদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
সৌগত রায় বলেন, ওরা যে ভাষা ব্যবহার করছে তার সঙ্গে আমি একমত নই। একটা কথা আমি কালও বলেছিলাম, যে ভাবে সিপিএম ও বিজেপি প্ররোচনা দিচ্ছে এটা সাধারণ তৃণমূল কর্মীদের পক্ষে সহ্য করা মুসকিল। দুজন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে তা নিয়ে ওরা নেচে নেচে গুড় বাতাসা বিলি করবে আর বলবে তৃণমূলের সবাই চোর! এটা তৃণমূলের লোকেরা সহ্য করবে কেন?

যদিও দলীয় নেতাদের সংযত হওয়ার বার্তাই দিয়েছেন ফিরহাদ হাকিম। বিরোধীদের উস্কানি ও কুৎসাকে ‘অসভ্যতামি’ অ্যাখ্যা দিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমান পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দেন। তিনি বলেন, “ধৈর্য হারাবেন না।”
প্রবীণ সাহিত্যিক লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, বিরোধীরা যে ভাষায় সমালোচনা শুরু করেছে যেভাবে সমালোচনা হচ্ছে তাতে নরম করে প্রত্যুত্তর দেওয়ার কোনও জায়গা নেই। লাগাতার বিরোধীদের আক্রমণের ফলেই তৃণমূল নেতারা এভাবে মেজাজ হারিয়ে ফেলছেন বলে তিনি মনে করছেন।

 

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version