Monday, November 10, 2025

ঝাড়খণ্ডকে ভাঙার ষড়যন্ত্র রুখেছি, বিজেপির হাতছাড়া বিহার: তীব্র কটাক্ষ মমতার

Date:

টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি- ঝাড়খণ্ডে সরকার ফেলার ষড়যন্ত্র নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক কেনাবেচা করে মহারাষ্ট্রের ধাঁচে ঝাড়খণ্ডে সরকার ফেলতে চেয়েছিল বিজেপি (BJP)। সেই ষড়যন্ত্র এখন প্রকাশ্যে। আর বিধায়কদের হাতেনাতে ধরে সেই ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছে বাংলার পুলিশ (Police)। রবিবার, অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে তীব্র আক্রমণ করেন পদ্ম শিবিরের বিরুদ্ধে।

মমতা বলেন, “বিধায়কদের টাকা দিয়ে ঝাড়খণ্ডকে ভাঙার চেষ্টা করছিল, আমরা ধরে দিয়েছি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচা, তার কেন তদন্ত হবে না ? তুমি কি সাধু পুরুষ?” তোপ দাগেন মমতা। বলেন, “ঝাড়খণ্ড বাঁচিয়ে দিলাম বলে বিহার থেকে বিজেপি পালিয়ে গেল।” মুখ্যমন্ত্রীর কথা এবার দেখবেন ঝুড়ি থেকে লাড্ডুগুলো টুপটাপ খসে পড়ছে।

মোদি জমানায় অরাজকতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় চার লক্ষ লোক দেশ ছেড়ে চলে গিয়েছে এই কেন্দ্রীয় সরকারের আমলে। শুধু রাজনৈতিক নেতাদের নয়, আমলাদেরও ভয় দেখাচ্ছে কেন্দ্র। রাজ্যের ৮ আইপিএসকে দিল্লিতে তলব প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বিজেপি বিরোধী শূন্য দেশ তৈরি করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় বলেই তাঁর উপর আক্রমণ চালাচ্ছে- ভর্ৎসনা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সব বিরোধীদের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি কি বলতে পারব দেশে রাজনৈতিক স্বাধীনতা আছে? প্রশ্ন তুললেন মমতা। বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা আন্দোলনের পাঁচটা গান যাঁরা বলতে পারবেন না, তাঁরা আজ বেশি দেশপ্রেমের কথা বলছে।

আরও পড়ুন- Draupadi Murmu: স্বাধীনতার প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


 

 

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...
Exit mobile version