১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করলেন আইটিবিপি-র জওয়ানরা

আইটিবিপি-র জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরাখণ্ডের ১৬ ও ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায়

দেশের ৭৫তম স্বাধীনতা দিবস পূর্তিতে দেশজুড়ে উদযাপন চলছে নানা অনুষ্ঠানের মাধ্যমে ৷ ইন্দো-টিবেতান সীমান্ত বাহিনী বা আইটিবিপি-র জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরাখণ্ডের ১৬ ও ১৭ হাজার ৫০০ ফুট উচ্চতায় (ITBP jawans in Independence Day) ৷ তেরঙা হাতে তাঁদের গলায় ‘ভারত মাতাকি জয়’, ‘বন্দেমাতরম’ ধ্বনিত হল ৷এরই পাশাপাশি , স্বাধীনতা দিবস উপলক্ষে পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার। একে অপরকে অভিবাদন জানান জওয়ানরা। সীমান্তের অন্য আউটপোস্টেও বিএসএফ ও বিজিবি-র জওয়ানদের মধ্যে এই আদান-প্রদান চলে। শুভেচ্ছা বিনিময়ের পর বিএসএসফের তরফে বলা হয়েছে, এটি সৌহার্দ্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তা ছাড়া দুই বাহিনীর মধ্যে উৎসব উপলক্ষে মিষ্টি আদান-প্রদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

 

Previous articleস্বাধীনতা দিবসে মুকেশ আম্বানীর পরিবারকে হুমকি ফোন!
Next articleCorona update: স্বাধীনতা দিবসে দেশে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ