সভাপতি আসন ফাঁকা রেখেই বীরভূমে চলবে দলীয় কাজ, অনুব্রত গ্রেফতারিতে সিদ্ধান্ত তৃণমূলের

বীরভূমের(Birbhum) জেলা সভাপতির আসন ফাঁকা রেখেই আগের মতই চলবে তবে সমস্ত কাজ। সোমবার বীরভূম জেলার সাংগঠনিক আলোচনায় নেওয়া হল এমনই সিদ্ধান্ত। অনুব্রত মণ্ডল(anubrata Mondal) গ্রেপ্তার হওয়ার পর তাঁর আসল ফাঁকা রেখেই এদিন বোলপুর তৃণমূল(TMC) দফতরে বিশেষ বৈঠকে বসে তৃণমূলের বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ১০ বিধায়ক ছাড়াও, অনুব্রত দায়িত্বে থাকা বর্ধমানের আয়ুষগ্রাম, মঙ্গলকোট কেতুগ্রামের বিধায়করা। সেখানেই আলোচনা হয় কীভাবে এই জেলায় চলবে সাংগঠনিক কাজ, কারা কোন দায়িত্বে থাকবেন, এবং আগামী কর্মসূচি কী হবে।

ঘন্টা দুয়েকের বৈঠকের পর তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায় জানান, “জেলায় দলের কাজকর্ম যেমন চলছিল, সেই ভাবেই চলবে। ১৫ আগস্ট পতকা তোলার পাশাপাশি ১৬ আগস্ট ‘খেলা হবে’ দিবস পালিত হবে। সংগঠনের কাজ স্বাভাবিকভাবে চলবে।” নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও মঙ্গলকোটের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, “অনুব্রত মণ্ডল নেই। তাই আমরা বিধায়করা ঠিক করেছি বৈঠক করার৷ সেইমতো এদিন বৈঠক ডাকা হয়েছে।”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, অভিজিৎ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায়-সহ অন্যরা।

Previous articleঅচিন্ত্য শিউলিকে সম্বর্ধনা জানাল ক্যালকাটা রোয়িং ক্লাব
Next articleগান্ধী-নেহরুদের অপমান করা হচ্ছে, মোদি সরকারকে ‘নার্সিসিস্ট’ বলে তোপ সোনিয়ার