Saturday, November 8, 2025

আজ শুরু ডুরান্ড কাপ, প্রথম ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup)। প্রথম ম‍্যাচে মুখোমুখি মহামেডান স্পোর্টিং ( Mohamedan Sporting Club) বনাম এফসি গোয়া (FC Goa)। গতবারের মতো এবারও বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট ডুরান্ড কাপের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) সঙ্গে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তার পর তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সন্ধ্যা ছ’টায় উদ্বোধনী ম্যাচের কিক অফ। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়া এবং কলকাতার অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হবেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলার-সহ আরও বিশিষ্ট অতিথিরা। পাপন এবং রুবেনের গাওয়া টুর্নামেন্টের থিম সংয়ের সঙ্গে পারফর্ম করবেন সেনাবাহিনীর সশস্ত্র জওয়ানরা। ফিফা থিম সং দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। শেষে মুখ্যমন্ত্রী বল তুলে দিতে পারেন রেফারির হাতে। তার পর শুরু হবে খেলা।

গতবার গোয়ার কাছে ফাইনাল হেরেই ডুরান্ড হাতছাড়া করেছিল মহামেডান। এবার কলকাতা জায়ান্টদের কাছে সুযোগ মধুর প্রতিশোধের। ভরা যুবভারতীর সমর্থন মার্কাস যোশেফ, শেখ ফৈয়াজদের জন্য বড় অনুপ্রেরণা। গ্যালারি ভরানোর জন্য ডুরান্ড কমিটির অনুমতি নিয়ে বিনামূল্যের টিকিট দিচ্ছে মহামেডান ক্লাব। রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে ক্লাব তাঁবু থেকে ফ্রি টিকিট নেওয়ার জন্য ভিড় করেন সমর্থকরা। মঙ্গলবার ম্যাচের দিনও ‘আগে এলে আগে পাবেন’ নিয়মে দেওয়া হবে বিনামূল্যের টিকিট।

রবিবার স্বাধীনতা দিবসেও হালকা অনুশীলন করেছে দল। গত দেড় মাসের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে। তবে বিদেশিরা অনেক পরে অনুশীলনে যোগ দেওয়ায় দলে বোঝাপড়ার অভাব রয়েছে। শেষ প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে মহামেডান হারালেও কিছু খামতি চোখে পড়েছে শেখ ফৈয়াজ, কেন লুইসদের খেলায়। গোলের জন্য অবশ্য সেই মার্কাস যোশেফের দিকেই তাকিয়ে থাকবে সাদা-কালো শিবির। মহামেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ অবশ্য জানিয়ে দিলেন, বদলার মানসিকতা নিয়ে দল মাঠে নামবে না। বলেন, ‘‘গতবার ফাইনালের রেজাল্ট মাথায় রেখে আমরা মাঠে নামব না। নতুন মরশুমের প্রথম টুর্নামেন্টে শুরুটা ভাল করতে চাই। প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, প্রথম ম্যাচে সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। তবে ভাল ফুটবল খেলবে মহামেডান।’’

আরও পড়ুন:AIFF-কে অনির্দিষ্টকালের জন‍্য নির্বাসন ফিফার, কী কী সমস্যায় পড়বে ভারতীয় ফুটবল? দেখে নেওয়া যাক একনজরে

 

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...