Wednesday, January 14, 2026

রুশদির পর এবার খুনের হুমকি তসলিমাকে, টুইটে উদ্বিগ্ন লেখিকা

Date:

Share post:

নিউইয়র্কে বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদিকে (Salman Rushdie) ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কিত বিশ্বের সাহিত্যিক মহল। এবার একই ছকে খুনের হুমকি দেওয়া হল বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে। এই সংক্রান্ত একটি টুইটও করেছেন তসলিমা। যেখানে তিনি জানান, বারবার প্রাণনাশের হুমকিতে তিনি আতঙ্কিত। এর আগে কোনোদিনও তিনি এমন অশান্তির মুখোমুখি হননি বলেই জানিয়েছেন লেখিকা।

“তোমরা মানুষ খুন কর”, গত ১৪ আগস্ট সন্ধ্যায় তসলিমার এমন টুইটের পর রীতিমতো দেশজুড়ে শোরগোল পড়ে যায়। ওই টুইটে তিনটি ছুরির ছবি দিয়ে তসলিমাকে ট্যাগ করে লেখা ছিল পরের নিশানা তুমি। সঙ্গে ছিল প্রকাশ্য জনসভা থেকে হুমকির একটি ভিডিও। এরপরই সবার মনে প্রশ্ন ওঠে রুশদির পর এবার কি টার্গেট তসলিমা? এরপরই রহস্য প্রকাশ্যে নিয়ে আসেন বাংলাদেশের লেখিকা। গত ১৩ অগাস্ট পাকিস্তানের এক সভায় মুসলিম ধর্মগুরু নতুন করে তসলিমাকে প্রাণে মারার হুঁশিয়ারি দিয়েছেন। সাহসী লেখিকা আরও জানিয়েছেন, এর আগেও একাধিকবার তাঁর নামে একাধিক ফতোয়া জারি হয়েছিল। কিন্তু এই প্রথমবার প্রকাশ্য জনসভা থেকে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হলো। তসলিমা বলেন, টুইটারে চোখ রাখলেই বোঝা যাবে রুশদির ঘটনার পর অনেকেই তাঁকে হুমকি দিচ্ছে। সাফ জানাচ্ছে পরবর্তী নিশানা নাকি তিনিই।

তসলিমা এদিন আরও জানান, পাকিস্তানের কট্টরপন্থী গোষ্ঠী তেহরিক-ই-লাবাইক প্রধান খাদিম হুসেন রিজভির একটি ভিডিও ক্লিপ তাঁকে পাঠানো হয়। যেখানে দেখা যায় প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে খাদিম হুসেন রিজভি তসলিমা এবং সলমন রুশদির কার্যত মুণ্ডপাত করছে। তারপর তসলিমা নিজে ইন্টারনেট ঘেঁটে দেখেন রিজভি দুবছর আগেই মারা গিয়েছে। কিন্তু তারপরও পরিকল্পনা করেই পুরনো ভিডিও পাঠিয়ে তাঁকে সতর্ক করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন লেখিকা। অন্যদিকে, পাকিস্তানের ওই কট্টরপন্থী গোষ্ঠীর অভিযোগ পয়গম্বরকে অসম্মান করার শাস্তি তাঁদের পেতেই হবে। রুশদি সাজা পেয়েছেন, এবার বাদ যাবেন না তিনিও।

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...