Wednesday, December 24, 2025

মোদি- শাহ জুটির ইনিংসের জেরেই কি ভাঙতে চলেছে এনডিএ!

Date:

Share post:

এনডিএ (NDA) এর ভাঙ্গনকে যেন স্পষ্ট করে তুলছে নরেন্দ্র মোদি আর অমিত শাহ জুটি। গত কয়েক মাসের রাজনৈতিক প্রেক্ষাপটে সেই ছবিটাই স্পষ্ট হয়ে উঠছে। অগাস্ট মাসের প্রথম সপ্তাহে এনডিএ ছেড়ে বেরিয়ে গেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড)। বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি বিহার শাসনে দাপট মুখ থুবড়ে পড়েছে। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এবার আঘাত এল ধাক্কা উত্তর-পূর্বাঞ্চল থেকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতা কনরাড কে সাংমা বলেছেন যে এনপিপির প্রাক-নির্বাচন জোট থাকবে না এবং আগামী বছরের বিধানসভা নির্বাচনে তারা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

মেঘালয়ই ক্ষমতা ধরে রেখেছে এনসিপি নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েনস (meghalay democratic alliance)  । ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় দুই বিধায়ক নিয়ে বিজেপি ছয় দলের অ্যালায়েনসের শরিক। আগামী বছরের শুরুতে রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সময় থাকতেই কনরাড সাংমা কোনওরকম ধোঁয়াশা না রেখে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, “এনপিপি সবসময়ই এককভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের প্রাক-নির্বাচন জোট হবে না”। পাশাপাশি তিনি জানিয়েছেন সব নির্বাচনের ক্ষেত্রেই তাঁদের অবস্থানের কোন পরিবর্তন হচ্ছে না।  শুধু নিজের দলের কথা বলেই শেষ করেননি কনরাড সাংমা।  উত্তর-পূর্বের অন্যান্য আঞ্চলিক দলগুলিকে একই পথ অনুসরণ করার আহ্বানও জানান। এরপরই বিজেপির কপালে চিন্তার ভাঁজ। তাহলে কি একে একে সব শরিক সরে যাবেন?  কনরাড সাংমার ঐ ঘোষণার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ডেকে পাঠান আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্বাধীন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক এলায়েন্স (নেডা) এর আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মাকে (Hemant Biswa Sharma)। ১৩ আগস্ট রাতেই দিল্লি পৌঁছে যান তিনি। উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য শরিক দলের উপর অন্যান্য রাজনৈতিক মতাদর্শের কী প্রভাব তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু মেঘালয়ে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল, তাই সেদিকে বিশেষ লক্ষ্য দেবার কথাই হিমন্তকে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, অমিত শাহ’র সঙ্গে এই আলোচনার পরে অনেকটাই চাপের মধ্যে রয়েছেন হিমন্ত। তাছাড়া, এই আলোচনাতেই অসমের মুখ্যমন্ত্রী জানতে পারেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে স্থান পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, যা হিমন্ত বিশ্ব শর্মার জন্য বিশেষ সুখের খবর নয়। সবমিলিয়ে রাজনৈতিক মহল মনে করছে মোদি- শাহ মিলে এনডিএ তে যে সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখেছিলেন সেখানে ইতিমধ্যেই ভাঙ্গন ধরতে শুরু করে দিয়েছে ।

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...