কাঠামো পুজোর মধ্যে দিয়ে আজ থেকে বেলুড় মঠে শুরু দুর্গাপুজোর কাউন্টডাউন

আজ জন্মাষ্ঠমী। দেশজুড়ে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন। আর এই পূণ্য তিথিতেই বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকে পড়ল কাঠি। শুরু হল দুর্গাপুজোর কাউন্টডাউন। প্রতিবছরের মতো নিয়ম মেনে এবছরও প্রথা মেনে হল দুর্গা প্রতিমার কাঠামো পুজো করা হল।

আরও পড়ুন:অবতরণের সময় ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু প্রাণহানির আশঙ্কা

প্রতিবছর দুর্গা প্রতিমার বিসর্জনের পর কাঠামো তুলে এনে রাখা হয়। তারপর জন্মাষ্ঠমীর দিনই পুজো করা হয় ওই পুরনো কাঠামোর। ঠিক একইভাবে আজ মন্দিরের মঙ্গলারতির পর কাঠামো পুজো করা হয়। সেইসঙ্গে শুরু হয় মণ্ডপ তৈরির কাজ। আর সেইসঙ্গেই বেলুড় মঠে আজ থেকেই শুরু হয়ে গেল পুজো।

তবে শুধু বেলুড় মঠে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জন্মাষ্ঠমীর পূর্ণ্য তিথিতে খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা করা হয়। পুজো উদ্যোক্তারা এই দিনটিকেই খুঁটি পুজোর দিন হিসেবে বেছে নেন।অর্থ্যাৎ সবমিলিয়ে রাজ্যজুড়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল।

Previous articleঅনুব্রতর রাইস মিলে এবার নজর সিবিআইয়ের
Next articleজেনে নিন আজকের সোনা রুপোর বাজারদর