“বিলকিস বানোর ধর্ষকরা ব্রাহ্মণ ও সংস্কারী”, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

বিলকিস বানো(Bilkis bano) গণধ*র্ষণ মামলায় সব অপরাধীদের মুক্তি দিয়েছে গুজরাট সরকার(Gujrat Govt)। এমনকি অপরাধীদের গলায় মালা পরিয়ে তাদের বরণ করে নিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। আর এই ঘটনায় দেশজুড়ে বিতর্ক চরম আকার নিয়েছে। এহেন অবস্থার মাঝেই এবার ওই ধ*র্ষকদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন গুজরাটের গোধরার বিজেপি বিধায়ক। তাঁর দাবি, ওরা সকলেই ব্রাহ্মণ। ওদের সংস্কার খুবই ভালো। বিধায়কের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে।

জানা গিয়েছে, বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার বিষয়ে গুজরাট সরকারের পরিকল্পনার পিছনে রয়েছে দুই বিজেপি বিধায়ক। তাঁদের মধ্যেই একজন হলেন, গোধরার বিধায়ক সি কে রউলজি। সম্প্রতি এক সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ওরা ব্রাহ্মণ। আর ব্রাহ্মণদের সকলেরই ভাল সংস্কার থাকে। এখানে নিশ্চয়ই কারও খারাপ উদ্দেশ্য ছিল ওদের কোণঠাসা করে শাস্তি দেওয়ার।” সস্যাল মিডিয়ায় ওই বিধায়কের বক্তব্য ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা প্রস্ন তোলেন কিভাবে একজন ধর্ষকের হয়ে সাফাই গাইতে পারেন একজন জনপ্রতিনিধি। এদিকে ওই ধর্ষকদের মুক্তির নির্দেশ প্রত্যাহারের আর্জিতে সুপ্রিমকোর্টে ৬ হাজার মামলা দায়ের হয়েছে। আবেদনকারীদের তালিকায় রয়েছেন সমাজের সব শ্রেণীর মানুষ, মানবাধিকার কর্মী, লেখক, ইতিহাসবিদ, গবেষক, চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক, প্রাক্তন আমলা অনেকেই আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, যে দিনটা আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করছিলাম, সেদিনই দেশের মহিলারা দেখতে পেলেন কীভাবে রাষ্ট্রের উদারতায় গণধর্ষণকারী ও গণহত্যাকারীরা মুক্তি পাচ্ছে।

Previous articleজেনে নিন আজকের সোনা রুপোর বাজারদর 
Next articleভারত মহাসাগরে চিনা সেনার ঘাঁটি! উদ্বেগে প্রতিরক্ষামন্ত্রক