Thursday, August 28, 2025

রাজ্যের দুই জেলার দুটি পুরসভার দুটি ওয়ার্ডে আজ উপনির্বাচন। উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে সকাল থেকেই চলছে উপনির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই রাহা। অন্যদিকে বিজেপি প্রার্থী অরূপকুমার পাল ও সিপিএম প্রার্থী ধৃতিমান পাল। পুর নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ডটি তৃণমূল কংগ্রেসের দখলেই ছিল। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন:পুরসভার নির্দেশে আপাতত বন্ধ মহম্মদ আলি পার্কের পুজো মন্ডপ তৈরির কাজ

সকাল থেকে শুধু ইভিএমে নয়, ভোটকেন্দ্রের বাইরেও চলছে জোরদার লড়াই। বনগাঁর কবি কেশবলাল বিদ্যাপীঠে উত্তেজনা ছড়িয়েছিল। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ করেন তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক।

অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬ নম্বর ওয়ার্ডেও উপনির্বাচন চলছে। সেখানে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তবে বিধান উপাধ্যায় মেয়র হন।  তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপনির্বাচন।এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়, বিজেপির তরফে নির্বাচনে দাঁড়িয়েছেন শ্রীদীপ চক্রবর্তী, সিপিএমের হয়ে লড়ছেন শুভাশিস মণ্ডল ও কংগ্রেস প্রার্থী করেছে সোমনাথ চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version